করোনা আতঙ্কে বন্ধ জিম; জেনে নিন বাড়িতেই শরীরচর্চায় ফিট থাকার উপায়

| Mar 18, 2020, 16:34 PM IST
1/5

বাড়িতেই শরীরচর্চা

বাড়িতেই শরীরচর্চা

বিশ্ব জুড়ে করোনা ত্রাস। করোনা আতঙ্কে বন্ধ সব সিনেমা হল,সুইমিং পুল, প্রেক্ষাগৃহ ও সব জিম সেন্টার। এই অবস্থায় শরীরচর্চা শিকেয় উঠেছে। দেখে নিন বাড়িতে শরীরচর্চা করার কয়েকটি সহজ উপায়...

2/5

বাড়িতেই শরীরচর্চা

বাড়িতেই শরীরচর্চা

স্কোয়াট: জিম সেন্টারে না গিয়ে বাড়িতেই 'স্কোয়াট' করুন, মাটিতে হাতের ভর না দিয়ে বার পঞ্চাশেক ওঠা-বসা করে নিলেই সহজে হতে পারে এই শরীরচর্চা।

3/5

বাড়িতেই শরীরচর্চা

বাড়িতেই শরীরচর্চা

পুস আপ হোল্ড: মাটিতে বুক না ঠেকিয়ে হাত ও পায়ের ভরে সোজা ভাবে শুয়ে শরীরকে ওঠা-নামা করিয়ে করে নিতে পারেন এই শারীরিক কসরত।

4/5

বাড়িতেই শরীরচর্চা

বাড়িতেই শরীরচর্চা

ব্রিজ হোল্ড: উল্ট ভাবে শুয়ে হাত দুটিকে দুদিকে প্রসারিত করে গোড়ালির ওপর ভর দিয়ে ১০ মিনিট ধরে ধারাবাহিক ভাবে ওঠা-নামা করলেই সম্ভব এই কসরত।

5/5

বাড়িতেই শরীরচর্চা

বাড়িতেই শরীরচর্চা

নি টু চেষ্ট: সোজা ভাবে শুয়ে হাঁটুকে ভাজ করিয়ে বুকের মধ্যে লাগান। অনবরত বারকয়েক করে নিলেই সম্ভব এই কসরত।