Hilsa Fish: মাছ-বাঙালি! শুক্রবার সকাল থেকেই বাজারে ইলিশের বন্যা?

Hilsa Fish in Market: শুরুর দিকে দাম একটু বেশি থাকলেও ধীরে ধীরে তা কমবে। অনায়াসে সাতশো থেকে বারোশো গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। আগামী নভেম্বর পর্যন্ত বাজারে দিব্যি পাওয়া যাবে ইলিশ।

| Sep 20, 2023, 18:15 PM IST

দেবব্রত ঘোষ: দুর্গাপুজোর আগেই সুখবর। পুজো উপলক্ষে রাজ্যে আসছে বাংলাদেশের ইলিশ। আজ, বুধবার ৩৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয় বাংলাদেশ সরকার। আগামীকাল, বৃহস্পতিবার বিকেলের মধ্যেই পেট্রাপোল সীমান্ত পেরিয়ে মাছ চলে আসবে এই বাংলায়।

1/7

বাংলাদেশি ইলিশ

ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, পরশু (শুক্রবার) সকাল থেকে বাংলাদেশি ইলিশ পাওয়া যাবে বিভিন্ন বাজারে। 

2/7

সাতশো থেকে বারোশো

তিনি আরও জানান, শুরুর দিকে দাম একটু বেশি থাকলেও ধীরে ধীরে তা কমবে। অনায়াসে সাতশো থেকে বারোশো গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। 

3/7

ইলিশ

তিনি যোগ করেন, আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাজারে পাওয়া যাবে এই ইলিশ। যা বাঙালির পক্ষে সত্যিই সুখবর।

4/7

মাছ আমদানি

আজ, বুধবার সকালেই জানা গিয়েছিল বাংলাদেশের মাছ আমদানির উদ্যোগ নিয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অব কর্মাস। 

5/7

পুজোয় সুখবর

বাংলাদেশের আমদানি ও রফতানিকারী ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকের পরেই এমন আশার কথা জানান মালদা মার্চেন্ট চেম্বার অব কর্মাসের সভাপতি জয়ন্ত কুন্ডু।

6/7

এপার-ওপার

তিনি বলেছিলেন, অগাস্ট মাসে মালদহের ব্যবসায়ীদের এক প্রতিনিধিদল বাংলাদেশে যায়। সেখানে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করার জন্য বৈঠক হয়।

7/7

বাংলাদেশের মিষ্টি মাছ

সেই বৈঠকেই বাংলাদেশের মিষ্টি জলের মাছ আমদানি করার সম্ভবনার কথাও আলোচনা হয়।