গেটে বিক্ষোভে শতাধিক প্রার্থী, নিয়োগের টালবাহানায় কর্মবিরতির ডাক আলিপুর চিড়িয়াখানায়

Dec 04, 2020, 15:18 PM IST
1/5

কমলাক্ষ ভট্টাচার্য: শুক্রবার দুপুরে আলিপুর চিড়িয়াখানার সামনে বিক্ষোভে শতাধিক যুবক।  

2/5

জানা গিয়েছে,  বন সহায়ক পদে মাসিক ১০,০০০ টাকা বেতনে কনট্রাকচুয়াল নিয়োগের কাগজ হাতে নিয়ে শতাধিক যুবকের বিক্ষোভ।  

3/5

বিক্ষোভকারীরা জানাচ্ছেন আজ নিয়োগের দিন ছিল। অভিযোগ চিড়িয়াখানায় ঢুকতে গেলে বাধা দেয় রাকেশ সিং ও তার দলবল।  

4/5

এরপরই চিড়িয়াখানার মেন গেটের বাইরে পদপ্রার্থীদের জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকে। অন্যদিকে চিড়িয়াখানার ভেতরে কর্তৃপক্ষ, পুলিস এবং রাকেশ সিং আলোচনায় বসেছেন। 

5/5

রাকেশ সিং-এর নেতৃত্বে চিড়িয়াখানা কর্মী সংগঠন চিড়িয়াখানায় কর্মবিরতিতে গেল। অর্থাৎ এই মুহূর্তে বন্ধ থাকছে আলিপুর চিড়িয়াখানা। বক্তব্যে রাকেশ সিং জানালেন চিড়িয়াখানা কর্মী সংগঠনের ৪ জনের পার্মানেন্ট চাকরি হওয়ার কথা ছিল তাদের লিখিত প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বনদপ্তর ২৫০ জনকে কন্ট্রাকচুয়াল নিয়োগের জন্য আজ ডেকেছে। সুষ্ঠ মীমাংসা না হলে চিড়িয়াখানায় কর্মবিরতি জারি থাকবে।