Hurricane Milton: সাম্প্রতিক ইতিহাসের সব চেয়ে ভয়ংকর হারিকেন আছড়ে পড়তে চলেছে ভয়াবহ ধ্বংসশক্তি নিয়ে...

Most Intense Atlantic Hurricane: বলা হয়েছিল, এটি শক্তি বাড়িয়ে হ্যারিকেনে পরিণত হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে।

| Oct 08, 2024, 09:28 AM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হেলেনের পরে এবার মিল্টন। একদিন আগেও এটি ৯৫ কিলোমিটার বেগে ঘুরপাক খাচ্ছিল বলে জানানো হয়েছিল। তখনই বলা হয়েছিল, এটি শক্তি বাড়িয়ে হ্যারিকেনে পরিণত হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে।

1/6

রেকর্ড

বলা হচ্ছে, আটলান্টিক হারিকেনগুলির মধ্যে মিল্টন নিম্নচাপের দিক থেকে গড়তে চলেছে অলটাইম রেকর্ড।

2/6

দ্রুত শক্তিবৃদ্ধি

আটলান্টিক বেসিনে এর আগে কখনও এমন হারিকেন আসেনি, যা মিল্টনের মতো নিজের শক্তি এত দ্রুত বাড়িয়ে ফেলতে পারে!

3/6

ভয়ংকর হাওয়ার শক্তি

মিল্টনকে লাইফ-থ্রেটেনিং স্টর্ম বলা হচ্ছে। ভয়ংকর হাওয়ার শক্তি নিয়ে দৌড়চ্ছে।   

4/6

প্রবল বৃষ্টি

এর জেরে বিপুল বৃষ্টি হবে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। জারি হয়েছে সতর্কতাও।

5/6

ফ্লোরিডার উপকূলে

ঝড়টি আছড়ে পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে।    

6/6

পরবর্তী ৪৮ ঘণ্টা

রবিবার ভোরে ঘূর্ণিঝড় মিল্টন ফ্লোরিডার টেম্পা থেকে প্রায় ১৩৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল বলে জানিয়েছিল মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার। পরবর্তী সময়ে এটি ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে পূর্ব দিকে এগোয়। তারপর এই আপডেট।