টানা তিন বছর দাঁত মাজেননি বালির স্বামী-স্ত্রী, তবু মুখে নেই দুর্গন্ধ!

Nov 20, 2020, 18:38 PM IST
1/9

নিজস্ব প্রতিবেদন: ফল খেলে শরীর স্বাস্থ্য ভালো হয়। একথা কমবেশি সবার জানা। কারণ, ফলমূল শাক সবজিতে যে পুষ্টি রয়েছে তার প্রয়োজনীয়তা রয়েছে শরীরে। তাই ব্যলেন্স ডায়েটের তালিকায় রাখা হয় ফলকে।

2/9

 শুধু শরীর স্বাস্থ্য নয়, ফল ভালো রাখে আপনার দাঁতকেও। এমনকি পরিষ্কার রাখতেও সাহায্য করে। মাজতে হয় না। নিশ্চই অবাক হচ্ছেন? 

3/9

4/9

5/9

প্রমাণ করেছেন সাম্প্রতিক কালের এক দম্পতি। তাঁরা প্রায় পাঁচ বছর আগে বড়দিনের সময় নিজেদের শুদ্ধ রাখতে ফলাহার শুরু করেন।   

6/9

এরপর ফলের প্রতি তাদের অদ্ভুত ভালোবাসা জন্মায়। সমস্ত খাবার ছেড়ে দিয়ে শুধুমাত্র ফলমূল খেয়েই দিন কাটাতে থকেন। যে কারণ, বালি চলে আসে তারা। 

7/9

দম্পতি জানিয়েছেন, ফল খেয়ে চনমনে তরতাজা জীবন খুঁজে পেয়েছে তাঁরা। জীবন থেকে ঘুচেছে বার্ধক্য। ৮২ কেজির শরীরের ওজন এখন ৫০ কেজি।

8/9

রোজ ২০০০ থেকে ৪০০০ ক্যালোরির ফল খানা তাঁরা। জল ছাড়া দিনের পর দিন কাটিয়ে ফেলতে পারেন। এমনকি তারা জানিয়েছেন দীর্ঘ ৩ বছর দাঁত মাজেননি তাঁরা। 

9/9

ফল তাদের নতুন জীবন দিয়েছে বলে জানিয়েছেন ওই দম্পতি।