সবাই ভুলে যায় আমি..! ম্যাচ জিতেও রেগে গেলেন আন্দ্রে রাসেল

Jun 01, 2019, 13:53 PM IST
1/5

রেগে আছেন রাসেল

রেগে আছেন রাসেল

পাকিস্তানকে গো-হারা হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিনিও দুই উইকেট পেয়েছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলে উঠে তো তাঁর আনন্দে থাকার কথা। সেই তিনি কি না এতটা চটে রয়েছেন!

2/5

রেগে আছেন রাসেল

রেগে আছেন রাসেল

পাকিস্তানের বিরুদ্ধে খেলে উঠেই ক্ষোভ ঝাড়লেন আন্দ্রে রাসেল। বললেন, ''সবাই ভুলে যায় আমি একজন পেসার। ওয়েস্ট ইন্ডিজ দলে হার্ড হিটার হিসাবে আমার নাম রয়েছে। তবে আমি একইসঙ্গে পেস বোলিং করি।''

3/5

রেগে আছেন রাসেল

রেগে আছেন রাসেল

রাসেল বলছিলেন, ''দর্শকরা আমার বোলিং স্কিল খাটো করে দেখতেন এতদিন। গত কয়েক বছরে আমাকে মিডিয়াম পেসার বলা হয়েছে। মাঠে জায়ান্ট স্ক্রিনে নিজের নামের পাশে মিডিয়াম পেসার লেখা রয়েছে দেখে খারাপ লাগত।''

4/5

রেগে আছেন রাসেল

রেগে আছেন রাসেল

আন্দ্রে রাসেল আরও বললেন, শেষমেশ দেখিয়ে দিলাম যে আমিও ঘণ্টায় ৯০ মাইল বেগে বোলিং করতে পারি। তাই আমাকে পেসার হিসাবে মেনে নিলেই বেশি ভাল হয়। ট্রেন্ট ব্রিজের বাউন্সি উইকেট দেখেই মনের জোর বেড়ে গিয়েছিল।''

5/5

রেগে আছেন রাসেল

রেগে আছেন রাসেল

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে চার রান দিয়ে দুই উইকেট নিয়েছেন রাসেল। ফকর জামান ও হ্যারিস সোহেল-এর উইকেট পেয়েছেন তিনি।