কোন বোলারকে ভয় পান? উত্তরে আন্দ্রে রাসেল যা বললেন...

| Apr 19, 2019, 15:58 PM IST
1/5

কোন বোলারকে ভয় পান রাসেল?

কোন  বোলারকে ভয় পান রাসেল?

টি-২০ ক্রিকেটে সব থেকে বিধ্বংসী ব্যাটসম্যান কে? ক্রিকেটপ্রেমীরা এখন এক কথায় উত্তর দেবেন, আন্দ্রে রাসেল। ভয়ংকর, বিধ্বংসী, আগ্রাসী, আক্রমণাত্মক- একসঙ্গে অসংখ্য বিশেষণ জুড়ে দেওয়া যায় তাঁর নামের পাশে। 

2/5

কোন বোলারকে ভয় পান রাসেল?

কোন  বোলারকে ভয় পান রাসেল?

সেই ভয়ঙ্কর রাসেল কোন বোলারকে ভয় পান? এমনই প্রশ্ন করা হয়েছিল তাঁকে। তাতে কলকাতার তারকা বললেন, আমি বোলারদের ভয় পেতে যাব কেন? বোলাররাই আমাকে ভয় পায়। আউট হওয়ার ভয় আমি পাই না। আসলে আউট হওয়ার ভয় পেলে আত্মবিশ্বাস কমে যায়।সব ম্যাচে অপরাজিত থাকতে পারব না জানি। এটা টি-২০ ক্রিকেট। এখানে ঝুঁকিপূর্ণ শট খেলতেই হবে। আর তাতে আউট হওয়ার সম্ভাবনাও থাকবে। আমি ভাল ডেলিভারিতেও ছক্কা হাঁকানোর সাহস দেখাই।

3/5

কোন বোলারকে ভয় পান রাসেল?

কোন  বোলারকে ভয় পান রাসেল?

এমন বিধ্বংসী ব্যাটিংয়ের আসল রহস্য কী? রাসেল বলছিলেন, হ্যান্ড-আই কো অর্ডিনেশন জরুরি। তবে ওটাই সব নয়। সঙ্গে বেসিক ঠিক থাকতে হবে। তা ছাড়া ব্যালেন্স, হাতের জোর থাকাটাও জরুরি। ১১০ মিটার ছক্কা হাঁকালেও আমি ছয় রানই পাব। আবার বাউন্ডারি লাইনের কাছাকাছি ছক্কা মারলেও ছয় রানই হবে। তবে আমি সবসময় বড় ছক্কা হাঁকানোর চেষ্টা করি। এতে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়।

4/5

কোন বোলারকে ভয় পান রাসেল?

কোন  বোলারকে ভয় পান রাসেল?

ফর্ম নিয়ে তিনি খুব একটা চিন্তায় থাকেন না। রাসেল সাফ জানালেন সে কথা। বললেন, আমি সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করি। খারাপ দিন আসবেই। অফফর্ম থাকবে। তবে আত্মবিশ্বাসে যেন ঘাটতি না হয়! 

5/5

কোন বোলারকে ভয় পান রাসেল?

কোন  বোলারকে ভয় পান রাসেল?

শুধুমাত্র উইকেটে টিকে থাকা তাঁর উদ্দেশ্য নয়। দলের জন্য রান তোলাটাই তাঁর আসল উদ্দেশ্য। বলে গেলেন ক্যারিবিয়ান তারকা।