সাবধান! 'ভুয়ো খবরে' সার্জিক্যাল স্ট্রাইক ভারতীয় সেনার

Mar 07, 2019, 20:53 PM IST
1/5

শুধু সন্ত্রাসবাদীদের সঙ্গে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুয়ো খবরের সঙ্গেও লড়াই করতে হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। কোনও ধরনের ভুয়ো ও দেশবিরোধী খবরের ফাঁদে পা না দেওয়ার আবেদন করেছে সেনা। 

2/5

ভারতের লড়াই করতে রাজি নয় শিখ রেজিমেন্ট। খবরটি একেবারেই ভুয়ো বলে জানিয়েছে সেনা।

3/5

পাক যুদ্ধবিমান এফ ১৬ নিয়েও বিভ্রান্তি ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় সেনা জানিয়েছে, এফ ১৬ যুদ্ধবিমানকে উড়িয়ে দিয়েছে মিগ ২১ বাইসন। পাকিস্তানি যুদ্ধবিমান ভেঙে পড়েছে নিয়ন্ত্রণ রেখার ওপারে।

4/5

বায়ুসেনার উইং কমান্ডারের নামে একাধিক টুইটাক অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালানো হচ্ছে। বায়ুসেনা স্পষ্ট জানিয়েছে, অভিনন্দনের কোনও অ্যাকাউন্ট নেই। 

5/5

পাকিস্তান দাবি করেছিল, সে দেশের জলসীমায় ঢুকে পড়েছিল ভারতীয় ডুবো জাহাজ। তবে সেই দাবি খারিজ করে দেয় নৌসেনা। বিবৃতি দিয়ে জানানো হয়, গত কয়েকদিন ধরেই ভুয়ো খবর রটাচ্ছে পাকিস্তান। ভারতের জলসীমার নিরাপত্তার জন্য উপযুক্ত স্থানে মোতায়েন রয়েছে ডুবোজাহাজ।