উত্তরের পাশাপাশি পশ্চিম সীমান্তেও যে কোনও আগ্রাসন মোকাবিলায় তৈরি IAF: ভদৌরিয়া
Oct 05, 2020, 18:07 PM IST
1/5
বিমান বাহিনীর দক্ষতায় ভারতকে পেরে উঠবে না চিন। পরিস্থিতি সেরকম হলে উত্তর ও পশ্চিম ফ্রন্টের আগ্রাসন সামলে দিতে পারবে বায়ুসেনা। সোমবার এমনটাই জানালেন বাযুসেনা প্রধান আরকেএস ভদৌরিয়া।
2/5
এয়ার ফোর্স ডে-র আগে সোমবার এক সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন ভদৌরিয়া। লাদাখে চিনের হুমকি নিয়ে তিনি বলেন, যে কোনও পরিস্থিতির জন্য আমরা তৈরি। এটা সবার জেনে রাখা উচিত। লাদাখ খুব ছোট জায়গা। সীমান্তে যে কোনও আগ্রাসন ঠেকাতে প্রয়োজনীয় সব জায়গাতেই আমরা তৈরি।
photos
TRENDING NOW
3/5
রাফাল জেট এসে যাওয়াতে বায়ুসেনার শক্তি অনেকটাই বেড়েছে। ভদৌরিয়া বলেন, এলএসি-র সব জায়গাতেই আমরা ভালো অবস্থায় রয়েছি। উত্তর সীমান্তে যে কোনও পরিস্থিতি সামলে দেওয়ার ক্ষমতা রাখে বায়ুসেনা। রাফাল জেট এসে যাওয়াতে আমাদের শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
4/5
লাদাখের পরিস্থিতি নিয়ে বায়ুসেনা প্রধান বলেন, উত্তর সীমান্তের পরিস্থিতি কী হবে তা নির্ভর করছে চিনের সঙ্গে আলোচনা কোন দিকে গড়ায় তার ওপরে। বর্তমানে যে ভাবে দুদেশের মধ্যে কথাবার্তা চলছে তা অত্যন্ত ধীর গতিতে। সামনেই শীত আসছে। গ্রাউন্ড রিয়েলিটির কথা মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হবে।
5/5
কোনও চরম পরিস্থিতিতে চিন কি গিলগিট-বাল্টিস্থানের স্কারডু বায়ুসেনা ঘাঁটি ব্যবহার করতে পারে? ভদৌরিয়া বলেন, সেরকম হলে তা তো অত্যন্ত আশঙ্কজনক বিষয়। পরিস্থিতি বিচার করে ব্যবস্থা নেওয়া হবে।