ফৌজি টুপি! ফের আইসিসির কাছে মুখ পুড়ল পাকিস্তানের

| Mar 10, 2019, 16:30 PM IST
1/5

ফৌজি টুপি নিয়ে পাকিস্তানকে বিঁধল আইসিসি

ফৌজি টুপি নিয়ে পাকিস্তানকে বিঁধল আইসিসি

সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ফৌজি টুপি পরে মাঠে নেমেছিলেন বিরাটরা। সেই ম্যাচের পারিশ্রমিকও তুলে দিয়েছেন সেনা তহবিলে। বিরাটদের এমন উদ্যোগের প্রশংসা করেছে সমাজের বিভিন্ন মহল। 

2/5

ফৌজি টুপি নিয়ে পাকিস্তানকে বিঁধল আইসিসি

ফৌজি টুপি নিয়ে পাকিস্তানকে বিঁধল আইসিসি

পাকিস্তান অবশ্য ব্যাপারটাকে ভাল চোখে দেখেনি। পাক মন্ত্রী ফাওয়াদ চৌধরি দাবি করেছিলেন, আর্মি ক্যাপ পরে রাজনীতি করছে ভারতীয় দল। তিনি এই ব্যাপারে আইসিসির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। এমনকী, পিসিবিকে বলেছিলেন ভারতের এমন উদ্যোগ নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানাতে।

3/5

ফৌজি টুপি নিয়ে পাকিস্তানকে বিঁধল আইসিসি

ফৌজি টুপি নিয়ে পাকিস্তানকে বিঁধল আইসিসি

আইসিসির তরফে অবশ্য ব্যাপারটা খোলসা করে দেওয়া হল। আইসিসির এক কর্তা সাফ জানিয়ে দিয়েছেন, "আইসিসির কাছে আগেই আবেদন করেছিল বিসিসিআই। আইসিসির সিইও ডেভ রিচার্ডসন ভারতীয় দলকে আর্মি ক্যাপ পরে খেলার অনুমতি দিয়েছিলেন।"

4/5

ফৌজি টুপি নিয়ে পাকিস্তানকে বিঁধল আইসিসি

ফৌজি টুপি নিয়ে পাকিস্তানকে বিঁধল আইসিসি

অর্থাত্, ভারতের নামে নালিশ করতে গিয়ে আরও একবার মুখ পুড়ল পাকিস্তানের। ফাওয়াদ চৌধরি বলেছিলেন, আইসিসির নিজে থেকেই ব্যাপারটা দেখা উচিত ছিল। কেন পাকিস্তানকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে হবে! তার এমন কথার উত্তরে আইসিসির তরফে উত্তর দিল এবার। 

5/5

ফৌজি টুপি নিয়ে পাকিস্তানকে বিঁধল আইসিসি

ফৌজি টুপি নিয়ে পাকিস্তানকে বিঁধল আইসিসি

আইসিসির তরফে খোলসা করা হয়েছে, বিভিন্ন কারণে একাধিকবার বিভিন্ন দেশের ক্রিকেটাররা বিশেষ জার্সি বা টুপি পরে খেলে থাকেন। যেমন পিঙ্ক টেস্ট খেলার সময় বিশেষ জার্সি-টুপি পরে খেলেন ক্রিকেটাররা। তা হলে শহীদ জওয়ানদের শ্রদ্ধা নিবেদনে ফৌজি টুপি পরে নামলে সমস্যা কোথায়!