দারুণ হয়েছে জার্সি, প্রশংসায় সচিন; টি ২০-তে ব্যবহৃত হতে পারে, মত সৌরভের

Jun 30, 2019, 23:19 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অ্যাওয়ে জার্সি নিয়ে নানা মুনির নানা মত। তবে জার্সির প্রশংসায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকর। তাঁর সঙ্গে সম্মত হলেন প্রিন্স অব ক্যালকাটাও। 

2/6

ম্যাচে হিন্দিতে কমেন্ট্রি করছিলেন ভারতীয় ক্রিকেটের বিশ্বসেরা ত্রয়ী- সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র সহবাগ। তখনই সচিনকে নতুন জার্সি কেমন লাগছে, সেই প্রশ্ন করেন সৌরভ।    

3/6

সচিন বলেন, ''একঘেয়েমি কেটেছে, এটা ভালোই। দারুণ দেখাচ্ছে জার্সিটা। আমার খুব পছন্দ হয়েছে''।

4/6

সচিনের তালে তাল মিলিয়ে সৌরভের প্রতিক্রিয়া, তোমার সঙ্গে এব্যাপারে সম্মত। এটা ভারতের টি ২০-র জার্সি হতে পারে।

5/6

কমলা জার্সি নিয়ে প্রথম থেকে শুরু হয়েছিল বিতর্ক। গেরুয়াকরণের অভিযোগে মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছিল সমাজবাদী পার্টি ও কংগ্রেস। কিন্তু এবার বিশ্বকাপে আকাশি নীল জার্সিতে নামছে মর্গ্যানবাহিনী। আইসিসি-র নিয়ম মেনে হোম টিমের সঙ্গে জার্সির রং এক হওয়া চলবে না। সে কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সি পরে মাঠে নামে টিম ইন্ডিয়া। 

6/6

সাংবাদিক বৈঠকে জার্সির আনুষ্ঠানিক প্রকাশ করে বিরাট বলেছিলেন, ''রঙের সামঞ্জস্য পছন্দ হয়েছে। একটা খেলার জন্য পরিবর্তনটা বেশ ভাল''।