Non-stick Cooking: নন-স্টিকে রান্না করছেন? শরীরে 'মারণ' ক্যানসার বাসা বাঁধছে না তো!

Non-stick Cooking Cancer Threat: নন-স্টিককে 'না' বলুন। সুস্থ থাকুন। বলছেন ICMR -এর বিশেষজ্ঞরা। কেন?

| May 16, 2024, 14:44 PM IST
1/6

নন-স্টিকে রান্নায় বিপদ!

Non-stick Cooking warning

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নন-স্টিকে রান্না করে থাকেন অনেকেই। কম তেলে তাড়াতাড়ি রান্না, এর জন্যই গেরস্থালিতে নন-স্টিকের কদর বেশি।

2/6

নন-স্টিকে রান্নায় বিপদ!

Non-stick Cooking warning

কিন্তু এবার ICMR-এর তরফে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে, তাতে নন-স্টিকে রান্না করা নিয়ে সাবধান করা হয়েছে সবাইকে। 

3/6

নন-স্টিকে রান্নায় বিপদ!

Non-stick Cooking warning

বলা হয়েছে, নন-স্টিকের টেলফন কোটিংয়ে ব্যবহৃত PFOA (perfluorooctanoic acid) ও PFOS (perfluorooctanesulfonic acid) থেকে স্বাস্থ্যের বড়সড় ঝুঁকি রয়েছে।  

4/6

নন-স্টিকে রান্নায় বিপদ!

Non-stick Cooking warning

নন-স্টিক টেলফন কোটিং তৈরিতে ব্যবহৃত এই ২ রাসায়নিক উচ্চ তাপমাত্রায় যে ধোঁয়া তৈরি করে, সেই ধোঁয়া নাকে গেলে শ্বাসক্রিয়ায় সমস্যা দেখা দিতে পারে। 

5/6

নন-স্টিকে রান্নায় বিপদ!

Non-stick Cooking warning

সেইসঙ্গে থাইরয়েডের সমস্যা হতে পারে। এমনকি ডেকে আনতে পারে ক্যানসারের মত মারণ রোগও। 

6/6

নন-স্টিকে রান্নায় বিপদ!

Non-stick Cooking warning

যে কারণে ICMR বিশেষজ্ঞরা নন-স্টিকের বদলে সেরামিক, কাস্ট আয়রন বা স্টেইনলেস স্টিলের বাসন ব্যবহার করতে বলছেন।