যুদ্ধ হলে কার হাতে কত শক্তি জেনে নিন

Feb 27, 2019, 18:17 PM IST
1/14

যুদ্ধ হলে কার হাতে কত শক্তি

War_1

ভারত-পাক সীমান্তে চড়ছে পারদ। আকাশে যুদ্ধকালীন তত্পরতা। পরমাণু শক্তিধর দুই পড়শিই রণং দেহি। কার বায়ুসেনার হাতে কত শক্তি? যুদ্ধাস্ত্রে কে এগিয়ে? দেখে নিন।

2/14

যুদ্ধ হলে কার হাতে কত শক্তি

War_2

পুলওয়ামার প্রত্যাঘাতে পড়শির ঘরে ঢুকে পাল্টা আঘাত ভারতের। আর তার পর থেকেই দুই ভারত-পাকিস্তানের আকাশসীমায় হামলা, পাল্টা হামলা। সম্মুখসমর। এই মুহূর্তে কতটা এগিয়ে ভারত? পাকিস্তানই বা কোথায় দাঁড়িয়ে? 

3/14

যুদ্ধ হলে কার হাতে কত শক্তি

War_3

মোট যুদ্ধাস্ত্র-                     ভারত- ২১৮৫          পাকিস্তান-  ১২৮১

4/14

যুদ্ধ হলে কার হাতে কত শক্তি

War_4

যুদ্ধবিমান                         ভারত- ৫৯০             পাকিস্তান- ৩২০

5/14

যুদ্ধ হলে কার হাতে কত শক্তি

War_5

আক্রমণাত্মক বিমান       ভারত- ৮০৪               পাকিস্তান- ৪১০

6/14

যুদ্ধ হলে কার হাতে কত শক্তি

War_6

হেলিকপ্টার                     ভারত- ৭২০                পাকিস্তান- ৩২৯

7/14

যুদ্ধ হলে কার হাতে কত শক্তি

War_7

আক্রমণাত্মক কপ্টার       ভারত- ১৫                  পাকিস্তান-  ৪৯

8/14

যুদ্ধ হলে কার হাতে কত শক্তি

War_8

প্রতিরক্ষা বাজেট থেকে  অস্ত্রসম্ভার, সবেতেই পাকিস্তানের থেকে দশ-পা এগিয়ে ভারত। আকাশ-লড়াইয়ে আমাদের টেক্কা দেওয়ার মতো শক্তি পাকিস্তানের নেই। কেন?

9/14

যুদ্ধ হলে কার হাতে কত শক্তি

War_9

সম্মুখসমরে পাকিস্তানের হাতে- ৮৫টি F-16                                           ভারতের হাতে - ১১৪টি  MIG-21

10/14

যুদ্ধ হলে কার হাতে কত শক্তি

War_10

পাকিস্তান- ১০১টি CAC FC-1                         ভারত- ৬৬টি MIG 29 ৮৫টি  দাসো মিরাজ                                ৪৪টি MIG 27 ১৮০টি চেংডু5                                      ৪১টি মিরাজ- 2000 ২৪২টি সুখোই সু-30

11/14

যুদ্ধ হলে কার হাতে কত শক্তি

War_11

 ভারতীয় নৌসেনার হাতে আছে আরও ২৩৬টি যুদ্ধবিমান। আকাশযুদ্ধে শক্তি ও সংখ্যা, দুইয়েই এগিয়ে ভারত। যদিও এই পরিস্থিতিতে সবচেয়ে আশঙ্কার কথা একটাই, দুদেশের হাতেই পরমাণু অস্ত্র আছে। সেই অস্ত্র বহণকারী ব্যালিস্টিক মিসাইলও আছে। এখানে কিন্তু অল্প হলেও পাকিস্তানের পাল্লা ভারী।

12/14

যুদ্ধ হলে কার হাতে কত শক্তি

War_12

পাকিস্তানের কাছে নিউক্লিয়ার ওয়ারহেড আছে ১৪০ থেকে ১৫০টি ভারতের হাতে আছে ১৩০-১৪০টা

13/14

যুদ্ধ হলে কার হাতে কত শক্তি

War_13

৩ হাজার থেকে ৫ হাজার কিলোমিটার ক্ষমতাশালী অগ্নি ৩-সহ ভারতের কাছে ৯ ধরণের ক্ষেপণাস্ত্র আছে পাকিস্তানের মিসাইল প্রোগ্রাম পুরোটাই চিন-নির্ভর  সন্ত্রাস-দমনের যুদ্ধে অত্যাধুনিক যুদ্ধবিমান হাতে থাকা জরুরি।

14/14

যুদ্ধ হলে কার হাতে কত শক্তি

War_14

বুঝিয়ে দিচ্ছে এই সার্জিক্যাল স্ট্রাইক। ধারে ভারে এগিয়ে থাকলেও পাকিস্তানের 'হাইপ্রোফাইল' বন্ধু চিনের সঙ্গে পাল্লা দিতে ভারতের আরও ৭০০ যুদ্ধবিমানের প্রয়োজন। আড়েবহরে এই মুহূর্তে আকাশ-লড়াইয়ে নামলে, পাকিস্তানকে যোগ্য জবাব দিতে তৈরি দিল্লি।