১ জানুয়ারি থেকে FasTag না থাকলে দিতে হবে দ্বিগুণ টোল
Dec 30, 2020, 18:41 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: ১ জানুয়ারি থেকে বাধ্যতামূলক FasTag। FasTag গাড়িতে লাগানো না থাকলে দেশের মধ্যে ৬১৫ টি জাতীয় ও ১০১ টি রাজ্য টোল প্লাজায় প্রতিদিন দ্বিগুণ টোল দিতে হবে। অন্যদিকে বদলে হয়ে গেল আপ ডাউন টোল সিস্টেমের নিয়ম।
2/5
যে প্লাজায় যত টাকার টোল, নন ফাস্ট ট্যাগ গাড়িকে প্রতিবার তার দ্বিগুণ টোল দিতে হবে। মাল্টি জার্নি ও আপ ডাউন জার্নিতে টোলের নিয়মেও এসেছে বদল। জি ২৪ ঘন্টাকে এক্সক্লুসিভ সাক্ষাতকারে জানালেন চিফ জেনারেল ম্যানেজার, NHAI, কলকাতা।