Ileana D’Cruz: মা হলেন ইলিয়ানা ডিক্রুজ! ছেলের কী নাম রাখলেন অভিনেত্রী?

| Aug 06, 2023, 14:50 PM IST
1/6

মা হলেন ইলিয়ানা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মা হলেন ইলিয়ানা ডিক্রুজ। শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন অভিনেত্রী।  

2/6

মা হলেন ইলিয়ানা

গত ১ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ইলিয়ানা।  

3/6

মা হলেন ইলিয়ানা

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার খবর শেয়ার করেন ইলিয়ানা। বিয়ে না করেই অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তাঁকে জাজ করেন অনেকেই।  

4/6

মা হলেন ইলিয়ানা

এরপর প্রেমিকের ছবিও শেয়ার করেন ইলিয়ানা। একসঙ্গে ডিনারে দেখা যায় তাঁদের।  

5/6

মা হলেন ইলিয়ানা

এই সময় ইলিয়ানা তাঁর প্রেমিকের পাশে থাকার গল্পও শেয়ার করেন তাঁর অনুরাগীদের সঙ্গে। পাশাপাশি তাঁর প্রেগন্যান্সির জার্নিও শেয়ার করেন।  

6/6

মা হলেন ইলিয়ানা

শনিবার ইলিয়ানা শেয়ার করেছেন সদ্যোজাতর ছবি। অভিনেত্রী ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান।