সীমান্তে আতঙ্কে কাঁদছে শিশু, বিশ্বসেরা ছবির পুরস্কার পেলেন চিত্রগ্রাহক

| Apr 12, 2019, 15:30 PM IST
1/5

সেরা ছবির পুরস্কার জিতলেন জন মুর

সেরা ছবির পুরস্কার জিতলেন জন মুর

মানসিক হিংসার উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল ছবিটি। ভয়ে, আতঙ্কে চিত্কার করে কাঁদছে একটি শিশু। তার মা-কে তারই সামনে আটক করেছে সেনা। আর এমন পরিস্থিতি লেন্সবন্দি করে পুরস্কার পেলেন গেটি ইমেজেস-এর চিত্রগ্রাহক জন মুর।

2/5

সেরা ছবির পুরস্কার জিতলেন জন মুর

সেরা ছবির পুরস্কার জিতলেন জন মুর

হন্ডুরাসের সান্দ্রা সানচেজ মেয়ে ইয়েনেলাকে নিয়ে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অতিক্রম করে ফেলেছিলেন। তাই তাঁকে মেয়ের সামনেই আটক করেছিলেন সেনা জওয়ানরা। মা-কে আটক অবস্থায় দেখে আতঙ্কে কেঁদে ওঠে শিশুটি। 

3/5

সেরা ছবির পুরস্কার জিতলেন জন মুর

সেরা ছবির পুরস্কার জিতলেন জন মুর

বিশ্বের বিভিন্ন  সংবাদমাধ্যমে জন মুরের সেই ছবি প্রকাশিত হয়েছিল।স্মরণার্থী এবং তাদের সন্তানদের আলাদা করার জন্য ওয়াশিংটনের বিতর্কিত নীতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এই ছবি যেন তারই জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। জন মুরের এই ছবি ব্যাপক সাড়া ফেলেছিল। 

4/5

সেরা ছবির পুরস্কার জিতলেন জন মুর

সেরা ছবির পুরস্কার জিতলেন জন মুর

সান্দ্রা ও তাঁর মেয়েকে পরস্পরের থেকে আলাদা করা হয়নি বলে দাবি করে মার্কিন সেনা। এক দশক ধরে মার্কিন সীমান্তে কাজ করে চলেছেন জন মুর। গত বছর জুন মাসে তিনি এই ছবিটি তুলেছিলেন। সেই ছবির জন্য তিনি এবার ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার জিতলেন। 

5/5

সেরা ছবির পুরস্কার জিতলেন জন মুর

সেরা ছবির পুরস্কার জিতলেন জন মুর

জন মুর বলেছেন, ''আমি ওই বাচ্চাটার মুখে প্রচণ্ড ভয় দেখতে পেয়েছিলাম। মানসিক হিংসার এক রূপ সবাই দেখল। এই ভয় এখন সারা বিশ্বে ছড়াচ্ছে। মনুষ্যত্বের জন্য যা খুব খারাপ বিজ্ঞাপন।''