নিলামে মোষ বেচে টাকা তুলছে চরম অর্থসঙ্কটে জেরবার পাকিস্তান

Sep 27, 2018, 22:52 PM IST
1/7

নিলামে মোষ!

pak_1

অর্থসঙ্কটে ভুগছে পাকিস্তান। পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছে যে মোষ বেচে টাকা তুলতে হচ্ছে পাক সরকারকে! প্রধানমন্ত্রীর বাসভবনে গোশালার ৮টি মোষ বেচে ২৩লক্ষ টাকা তুললেন নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। এগুলি তাঁর পূর্বসূরী নওয়াজ শরিফ জমানার।  

2/7

নিলামে মোষ!

pak_2

প্রধানমন্ত্রীর দফতরের অতিরিক্ত ১০২টি গাড়ি, চারটি হেলিকপ্টারও নিলামে ওঠানোর পরিকল্পনা নিয়েছে নতুন পাক সরকার। গাড়িগুলির মধ্যে বুলেটপ্রুফ যানও রয়েছে। 

3/7

নিলামে মোষ!

pak_3

পাঁচটি মোষ ও তিনটি শাবককে নিলামে বিক্রি করে ২৩,০২,০০০ টাকা হাতে এসেছে পাক সরকারের। 

4/7

নিলামে মোষ!

pak_4

একটি মোষ কিনতে ৩ লক্ষ ৮৫ হাজার টাকা খরচ করেছেন শরিফের এক সমর্থক কাতিব আলি। যদিও মোষটির দাম ১,২০,০০০ টাকা। 

5/7

নিলামে মোষ!

pak_5

২,১৫,০০০ ও ২,৭০,০০০ টাকায় দুটি শাবক কিনেছেন নওয়াজ দলের দুই নেতা। নওয়াজ শরিফের স্মৃতি ধরে রাখতেই এত টাকা খরচ করেছেন তাঁরা।

6/7

নিলামে মোষ!

pak_6

আর একটি শাবকের জন্য ১,৮২,০০০ টাকা খরচ করেছেন এক ব্যক্তি। 

7/7

নিলামে মোষ!

pak_7

গত সাত মাসে ২০ শতাংশ অবমূল্যায়ন হয়েছে পাকিস্তানি রূপির। গত অর্থবর্ষে রাজকোষ ঘাটতি জিডিপি-র ৫.৮ শতাংশ। বাজেট ঘাটতি ২ ট্রিলিয়ন রূপি ছাড়িয়েছে। এহেন পরিস্থিতিতে আন্তর্জাতিক অর্থ তহবিল থেকে ধার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। ১৯৮০ সালের পর থেকে এনিয়ে ১৩ দফা হাত পাততে চলেছে পাকিস্তান।