দেশজুড়ে সরছে ইমরানের ছবি, কী প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর?

Feb 20, 2019, 22:00 PM IST
1/5

সুতপা সেন: পুলওয়ামার নৃশংস হামলার পর ব্রেবোর্ন স্টেডিয়াম কর্তৃপক্ষ পাক প্রধানমন্ত্রীর ছবি ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর এবার ধর্মশালা ও চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি নামিয়ে ফেলা হল। শুধু তাই নয়, এই দুই স্টেডিয়ামে পাকিস্তানের একাধিক ক্রিকেটারের ছবিও নামিয়ে রাখা হয়েছে। 

2/5

ইডেনেও রয়েছে ইমরান খানের ছবি। এখনও পর্যন্ত সেই ছবি টাঙানো রয়েছে বলে খবর। ইমরানের সঙ্গে ছবি রয়েছে পাক ক্রিকেটার রামিজ রাজারও।    

3/5

বুধবার ইমরান খানের ছবি সরানোর প্রসঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই প্রশ্নে বিদেশমন্ত্রকের কোর্টে বল ঠেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

4/5

মুখ্যমন্ত্রী বলেন,''এটা বিতর্কিত বিষয়। বিদেশমন্ত্রক কিছু বলেনি। নির্দেশিকা না আসলে কিছু বলব না''।     

5/5

দেশের বিভিন্নপ্রান্তে কাশ্মীরিরা হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,''একটা ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু দেশকে একজোট রাখতে হবে। সন্ত্রাসবাদের কোনও ধর্ম বা জাত হয় না। দেশকে একজোট থাকতে হবে। ভিন্ন সংস্কৃতি, খাবার ও ভাষার দেশ ভারত। সকলের সংস্কৃতিকে সম্মান করি। কোনও ঘটনা ঘটলে উপযুক্ত পদক্ষেপ করবে পুলিস''।