Inden LPG Composite Cylinder: গ্রাহকদের জন্য সুখবর! এবার কলকাতায় ৬৫২ টাকায় এলপিজি সিলিন্ডার

অবিশ্বাস্য!

Jan 05, 2022, 23:03 PM IST
1/6

খুশির খবর

 Happy news

নিজস্ব প্রতিবেদন: এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। মাথায় হাত মধ্যবিত্তের। এই অবস্থায় খুশির খবর দিল LPG গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংস্থা ইন্ডেন (Inden)।  

2/6

এবার অপেক্ষাকৃত অনেক কম দামে পাওয়া যাবে LPG গ্যাস সিলিন্ডার

LPG Cylinder in low price

এবার অপেক্ষাকৃত অনেক কম দামে পাওয়া যাবে LPG গ্যাস সিলিন্ডার। মাত্র ৬৩৪ টাকায় ১৫ কেজির কম্পোসিট গ্যাস সিলিন্ডারের (LPG Composite Cylinder) ব্যবস্থা করেছে ইন্ডেন (Inden) কর্তৃপক্ষ।

3/6

কী এই LPG Composite Cylinde?

What is LPG Composite Cylinde?

LPG Composite Cylinde-এর ওজন ১৫ কেজি। যা ডোমেস্টিক স্টিল সিলিন্ডারের প্রায় অর্ধেক। খালি সিলিন্ডারের ওজন ৫ কেজি। প্রতি সিলিন্ডারে গ্য়াস থাকে ১০ কেজি। 

4/6

দুর্ঘটনা রুখবে এই সিলিন্ডার?

Cylinder

দুর্ঘটনা রুখতে সাহায্য করবে এই এলপিজি কম্পোসিট গ্যাস সিলিন্ডার। কোনও ভাবে আগুন লাগলে বিস্ফোরণ হবে না। বরং সিলিন্ডারটি জ্বলে যাবে।

5/6

কলকাতা কত দাম?

Price in Kolkata

ইন্ডিয়ান অয়েল সূত্রে খবর, ১৫ কেজি LPG Composite Cylinde-এর মুম্বইতে দাম ৬৩৪ টাকা। কলকাতায় দাম ৬৫২ টাকা। চেন্নাইতে দাম ৬৪৫ টাকা এবং লখনউতে দাম ৬৬০ টাকা।

6/6

কোথায়, কত দাম?

Price in Bhopal

ইন্ডিয়ান অয়েল সূত্রে খবর, ১৫ কেজি LPG Composite Cylinde-এর ইন্দোরে দাম ৬৫৩ টাকা, ভোপালে দাম ৬৩৮ টাকা, গোরক্ষপুরে দাম ৬৭৭ টাকা এবং পাটনায় দাম ৬৭৭ টাকা।