বিদেশের মাটিতে আবার ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কালসার ছবিটা উঠে এল। সাউদি-জেমিসনদের দাপটে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংস মাত্র ১৬৫ রানে শেষ হয়ে গেল।
2/6
প্রথমতঃ ওপেনিং জুটির ব্যর্থতা। পৃথ্বী শ এবং মায়াঙ্ক আগরওয়াল জুটি জমাট না বাঁধা। পৃথ্বী শ শুরু থেকেই বড় বেশি আক্রমনাত্মক ছিলেন। আরও একটু ধরে খেলা উচিত্ ছিল। মায়াঙ্ক আগরওয়াল উইকেটে থিতু হলেও বড় ইনিংস খেলতে পারেননি।
photos
TRENDING NOW
3/6
দ্বিতীয়তঃ তিন নম্বরে নেমে চেতেশ্বর পূজারার ব্যর্থতা। কাইল জেমিসনের দুরন্ত বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। করেন মাত্র ১১ রান। পূজারা দ্রুত ফিরে যাওয়াতেই টপ অর্ডার ভেঙে পড়ে।
4/6
তৃতীয়তঃ বিরাট কোহলির ব্যাটে রান নেই। অধিনায়ক করেন মাত্র ২ রান। ক্রিজে ছিলেন ৭ বল। কিং কোহলির ব্যাটে বড় রান নেই। ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে যায় এখানেই।
5/6
চতুর্থতঃ ব্যর্থ হনুমা বিহারি। আজিঙ্কে রাহানে একা চেষ্টা করলেও আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল। ভারতীয় ইনিংসে সর্বোচ্চ রান(৪৬) করলেও উইকেটে দীর্ঘক্ষণ থিতু হওয়ার পরেও উইকেট দিয়ে আসেন।
6/6
পঞ্চমতঃ ঋষভ পন্থ। প্রথম একাদশে ঋদ্ধিমান সাহার পরিবর্তে জায়গা হলেও সেই দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং। টেস্টে রান আউট হলেন পন্থ।