Canada Temple Violence: কানাডার হনুমানজির মন্দিরে ঢুকে হামলা! খালিস্তানিদের কাজ? কী বলছেন ট্রুডো?

Soumitra Sen Mon, 04 Nov 2024-2:05 pm,

খালিস্তানি পতাকা-লাগানো লাঠি দিয়ে সেখানকার লোকজনকে মারধর করছে এক ব্যক্তি। আরও বিভিন্নরকম লাঠি নিয়ে ছুটে এসে হামলা চালাচ্ছে আরও কয়েকজন। তারই মধ্যে এক মহিলার চিৎকারের শব্দ। 

এটা কানাডার ছবি। যদিও বিষয়টি নিয়ে কানাডা সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। বিষয়টি নিয়ে আপাতত কোনও মন্তব্য করেনি ভারত সরকারও।

যে মন্দিরে খলিস্তানিপন্থী লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে, যেখানে ৫৫ ফুট উঁচু হনুমানমূর্তি আছে। 

জানা গিয়েছে, ব্র্যাম্পটনের মন্দিরটি নিয়ে একটা শঙ্কা ছিলই। মন্দিরের এক পুরোহিত যদিও আগেই বলেছিলেন 'মন্দিরে নিরাপত্তা আছে। রাতেও নজরদারি থাকবে। তবে তিনিই আবার জানিয়েছিলেন, কয়েকজন লোক হনুমানমূর্তি তৈরির বিরোধিতা করেছিলেন।

সেই পুরোহিত এ-ও জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় হিন্দুধর্মকে নিশানা করা হচ্ছে। পুরসভার যাবতীয় নিয়ম মেনেই মূর্তি তৈরি করা হয়েছে। মন্দিরের নিজস্ব এলাকার মধ্যেই মূর্তি। তৈরি করতে যে অর্থ লেগেছে সেটা পুরোপুরি ডোনেশনের মাধ্যমে তোলা।

এমনিতেও ব্র্যাম্পটনে ইদানীং বারবার খালিস্তানিদের দাপট দেখা গিয়েছে। ফেব্রুয়ারিতে সেখানকার এক শহরের রামমন্দিরে ভাঙচুর চালানো হয়েছিল। তোলা হয়েছিল ভারতবিরোধী স্লোগান।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link