বিশ্বের সব থেকে বেশি ক্রিকেট Stadium ভারতে, একটিও ক্রিকেটারদের নামে নয়!
Feb 26, 2021, 16:39 PM IST
1/6
Narendra Modi Stadium, এই নাম নিয়েই এখন আলোচনা চারপাশে। কেউ বলছেন, নামকরণ যথাযথ। কেউ আবার মানতে নারাজ। মোতেরার নাম হঠাত্ করে বদলে কেন দেশের প্রধানমন্ত্রীর নামে হল! খোঁজ নিতে গিয়ে জানা গেল, এই প্রবণতা এদেশে নতুন নয়। ভারতে নেতা-মন্ত্রীদের নামে ক্রিকেট স্টেডিয়ামের নামকরণের প্রবণতা আসলে বহু পুরনো।
2/6
বিশ্বের সব থেকে বেশি সংখ্যক Cricket Stadium রয়েছে ভারতে। ৫৩টি। কিন্তু একটিও কোনও ক্রিকেটারের নামে নয়। শুনে একটু অবাক হলেন তো! দেশের ৫৩টি স্টেডিয়ামের মধ্যে ২৪টিতে এখন আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট খেলা হয়।
photos
TRENDING NOW
3/6
ক্রিকেটে জন্ম যেখানে, সেই England-এ ক্রিকেট স্টেডিয়াম রয়েছে ২৩টি। অস্ট্রেলিয়ায় ১৯টি। পাকিস্তানে ১৬, শ্রীলঙ্কায় ৯, বাংলাদেশে ৮, দক্ষিণ আফ্রিকায় ১২, নিউ জিল্যান্ডে ১৬টি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে।
4/6
দেশে মোট ১৬টি স্টেডিয়াম প্রাক্তন প্রধানমন্ত্রীদের নামে রয়েছে। জওহরলাল নেহেরুর নামে রয়েছে আটটি স্টেডিয়াম। দুটি ক্রিকেট স্টেডিয়াম হকি তারকার নামে রয়েছে। তবে একটিও কোনও ক্রিকেটারের নামে হয়নি।
5/6
নরেন্দ্র মোদী সপ্তম ব্যক্তি, যিনি বেঁচে থাকাকালীন তাঁর নামে কোনও ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ হল। ভারতে ক্রিকেট, ফুটবল, হকি, টেনিসসহ সবরকমের খেলার জন্য মোট ১৩৫টি স্টেডিয়াম রয়েছে।
6/6
২০১৯ সালে ফিরোজ শাহ কোটলার নাম বদলে রাখা হয়েছিল অরুণ জেটলি স্টেডিয়াম। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, অটল বিহারী বাজপেয়ির মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের নামেও স্টেডিয়ামের নামকরণ হয়েছে এদেশে।