কী খাওয়ানো হল জি২০-র বর্ণিল নৈশভোজে? চিনে নিন 'মধুরিমা' থেকে 'বনবর্ণম'...
G20 Summit Dinner: ২০২৩ সাল আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে গৃহীত রয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনে। ভারতই এই প্রস্তাব দিয়েছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৩ সাল আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে গৃহীত রয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনে। ভারতই এই প্রস্তাব দিয়েছিল। ভারতের প্রস্তাবে সম্মত হয়েই আন্তর্জাতিক মিলেট বর্ষ ঘোষণা করা হয়েছে। সেই ভারতে এবার জি২০ সম্মেলন। ফলে, সেখানে অতিথিদের পাতে পরিবেশন করা খাবারের মেনুতে ছড়াছড়ি মিলেট তথা বাজরার নানা পদ।
1/6
বিচিত্র বিপুল আয়োজন
2/6
'বনবরণম'
photos
TRENDING NOW
3/6
দিল্লিতে পাও
4/6
ছিল বাকরখানি
photos