Israel Palestine Conflict: বিধ্বস্ত গাজা; প্যালেস্টিনিয়দের জন্য ত্রাণ, ওষুধ, চিকিত্সার উপকরণ পাঠাল ভারত
1/6
ইজরায়েলের হামলায় বিধ্বস্ত প্যালেস্টাইনের পাশে দাঁড়াল ভারত। প্যালেস্টাইনে হাজার হাজার মানুষ ঘরছাড়া, জল নেই, খাবার নেই, হাসপাতালে বোমা ফেলেছে ইজরায়েলি সেনা। এরকম এক পরিস্থিতিতে গাজার মানুষের জন্য চিকিত্সা সরঞ্জাম, সামগ্রী পাঠাল ভারত। ট্যুইট করে এমনটাই জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।
2/6
রবিবার ওইসব ত্রাণ সামগ্রী নিয়ে ভারতীয় বায়ুসেনার সি ১৭ বিমান অবরণ করল মিশনের আল আরিশ বিমানবন্দরে। ভারত যেসব মেডিক্যাল সরঞ্জাম পাঠিয়েছে তার মধ্যে রয়েছে সার্জারির যন্ত্রপাতি, জীবনদায়ী ওষুধ, স্যালাইন, পেইন কিলার, তাঁবু, স্লিপিং ব্যাগ, ত্রিপল, স্যানিটেশেন আইটেম, জল শোধন করার ট্যাবলেট-সহ অন্যান্য জিনিসপত্র।
photos
TRENDING NOW
3/6
গত ৭ অক্টোবর ইজরায়েলি এলাকায় হামলা চালায় হামাস। পাল্টা হিসেবে তার পর থেকেই বোমা বৃষ্টি করে চলেছে ইজরায়েলি সেনা। ওই ভয়াবহ হামলায় জাগায় এলাকার পর এলাকা গুঁড়িয়ে গিয়েছে। হাসপাতালে বোমা পড়েছে। মানুষ পালাবার রাস্তা পাচ্ছে না। এমনকি, উত্তর ইজরায়েল থেকে গাজার মানুষদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও পলায়নরত মানুষের উপরেও বোমা পড়েছে। এরকম এক পরিস্থিতিতে গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছিল না ইজরায়েল। এনিয়ে দর কষাকষি চলতে থাকে।
4/6
5/6
6/6
photos