ফের সাফল্য DRDO-র, নিখুঁত নিশানায় আঘাত করল INS Chennai থেকে ছোড়া ব্রহ্মস মিসাইল
Oct 18, 2020, 15:47 PM IST
1/5
আরও একটি সাফল্য ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র। রবিবার ভারতের স্টিলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই থেকে উত্ক্ষপণ করা হল সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহম্সকে। পরিকল্পনা মতোই সেটি গিয়ে আঘাত করল নিখুঁত নিশানায়।
-ছবি-প্রতীকী
2/5
শত্রু মোকাবিলায় ভারতের হাতে এখন রয়েছে একাধিক নিশানার ব্রহ্মস মিসাইল। এবার রণতরী থেকে নিক্ষেপ সফল হওয়ায় আইএনএস চেন্নাই এখন আরও শক্তিশালী অস্ত্রে পরিণত হল। এই মিসাইলটি যৌথভাবে তৈরি করেছেন ভারত ও রাশিয়ার বিজ্ঞানীরা।
-ছবি-প্রতীকী
photos
TRENDING NOW
3/5
গত ৩০ সেপ্টেম্বর ৪০০ কিলোমিটার পাল্লার ব্রহ্মস মিসাইলের সফল করীক্ষা করে ভারত । এর আগে ওই মিসাইলের পাল্লা ছিল ৩০০ কিলোমিটারের কাছাকাছি।
-ছবি-প্রতীকী
4/5
চিন-ভারত উত্তেজনার কথা মাথায় রেখে বর্তমানে ওই মিসাইল মোতায়েন করা হয়েছে লাদাখ ও অরুণাচলপ্রদেশে এলএসি বরাবর।
-ছবি-প্রতীকী
5/5
ব্রহ্মস মিসাইলের বিশেষত্ব হল এটি ছোড়া যাবে ডুবোজাহাজ, রণতরী, বিমান ও ট্যাঙ্ক থেকে। ২০১৯ সালে সু-৩০ বিমান থেকে এই মিসাইলের সফল পরীক্ষা করে বায়ুসেনা।
-ছবি-প্রতীকী