দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম একাদশে ঋদ্ধিমান, অশ্বিন

Oct 01, 2019, 13:32 PM IST
1/11

# বুধবার থেকে বিশাখাপত্তনমে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্টের প্রথম একাদশ মঙ্গলবারই ঘোষণা করে দিল বিসিসিআই।

2/11

১. মায়াঙ্ক আগরওয়াল

3/11

২. রোহিত শর্মা: দীর্ঘদিন পরে আবার টেস্টের প্রথম একাদশে রোহিত শর্মা। ওয়ান ডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্টেও ওপেনার রোহিত শর্মা।  

4/11

৩. চেতেশ্বর পূজারা

5/11

৪. বিরাট কোহলি (অধিনায়ক)

6/11

৫. আজিঙ্কে রাহানে (সহ অধিনায়ক)

7/11

৬. হনুমা বিহারি

8/11

৭. ঋদ্ধিমান সাহা: ঋষভ পন্থের সাম্প্রতিক ফর্ম নিয়ে খুশি নয় টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। টেস্টে প্রত্যাবর্তন হতে চলেছে ঋদ্ধিমান সাহার।

9/11

৮. আর অশ্বিন: ক্যারিবিয়ান সফরে দুই টেস্টে দলে জায়গা না হলেও দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিজ্ঞ অশ্বিন প্রথম একাদশে ফিরলেন।

10/11

৯. রবীন্দ্র জাদেজা

11/11

১০/১১. দলে দুই স্পিনারের পাশাপাশি রয়েছেন দুই পেসার- মহম্মদ শামি এবং ইশান্ত শর্মা।