India vs Sri Lanka: IPL তারকা Padikkal, Ruturaj, Chetan রা প্রস্তুতিতে মগ্ন

Jun 26, 2021, 17:31 PM IST
1/6

জুলাই মাসে সীমিত ওভারের ক্রিকেট খেলতে শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে শিখর ধাওয়ানের টিম ইন্ডিয়া। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ২০ সদস্যের দল বেছে নিয়েছে বিসিসিআই। তরুণ ক্রিকেটারদের মধ্যে যাঁরা ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করেছেন, তাঁরা সুযোদ পেয়েছেন দ্বীপরাষ্ট্র সফরে যাওয়ার। দলে রয়েছেন দেবদূত পাড্ডিকল (Devdutt Padikkal), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) চেতন সাকারিয়া (Chetan Sakariya)। রয়েছেন কর্ণাটকের অভিজ্ঞ অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গোথাম (Krishnappa Gowtham)। এই মুহূর্তে শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে টিম রয়েছে মুম্বইয়ের হোটেলে। সেখানেই চলছে আইসোলেশন পর্ব। জিম সেশনে সকলেই প্রস্তুতিতে মগ্ন।

2/6

রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) পেসার চেতন সাকারিয়াা (Chetan Sakariya): চলতি বছর আইপিএলের প্রথম ভাগে দুরন্ত বোলিংয়ে আলোচনায় এসেছেন চেতন সাকারিয়া। ৭ ম্যাচে ৭ উইকেট পান তিনি। সেরা পরিসংখ্যান- ৩/৩১

3/6

চেন্নাই সুপার কিংসের (CSK) রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaekwad): চলতি বছর সিএসকে-র দুর্দান্ত ব্যাটিংয়ের অন্যতম কারণ ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। ৭ ম্যাচে ১৯৬ রান করেন তিনি। সুযোগ পেলে ব্যাট হাতে জ্বলে উঠতে চাইবেন সাকারিয়া।

4/6

কেকেআরের (Kolkata Knight Riders) নীতীশ রানা (Nitish Rana): কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান নীতীশ রানার দিকে চোখ থাকবে। তিনি চেষ্টা করবেন তাঁর আইপিএল ফর্ম ধরে রাখতে। ২০১৬ থেকে আইপিএল খেলা রানা ৬৭ ম্যাচে ১৬৩৮ আইপিএল রান করেছেন। ১৩টি হাফ-সেঞ্চুরি আছে তাঁর।

5/6

পঞ্জাব কিংসের (Punjab Kings) ঈশান পোড়েল (Ishan Porel) ও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সন্দীপ ওয়ারিয়র (Sandeep Warrier): দ্বীপরাষ্ট্রে ঈশান পোড়েল ও সন্দীপ ওয়ারিয়রের মতো তরুণ পেসাররা নিজেদের ছাপ রাখতে চাইবেন।

6/6

আরসিবি-র (RCB) দেবদূত পাড়িক্কল (Devdutt Padikkal) ও সিএসকে-র (CSK) কৃষ্ণাপ্পা গোথাম (Krishnappa Gowtham) (বাঁ-দিক থেকে): রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) দেবদূত পাড়িক্কল ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অফস্পিনার কৃষ্ণাপ্পা গোথাম মুম্বইয়ের হোটেলে নিভৃতবাসে এক সঙ্গে সময় কাটাচ্ছেন। পাড়িক্কল অপরাজিত সেঞ্চুরি-সহ (১০১) আরসিবি-র হয়ে ৬ ম্যাচে ১৯৫ রান করেছেন। গোথাম চেন্নাইয়ে যোগ দেওয়ার আগে পঞ্জাবের হয়ে খেলেছেন।