আজ যুবরাজকে ছাপিয়ে যাওয়ার হাতছানি হিটম্যানের সামনে

| Aug 14, 2019, 07:29 AM IST
1/5

1

ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি সিরিজে ফর্মে থাকলেও একদিনের সিরিজে এখনও বড় রান পাননি রোহিত শর্মা।

2/5

2

দ্বিতীয় একদিনের ম্যাচে ৩৪ বলে ১৮ রান করেন রোহিত শর্মা।

3/5

3

আজ ২৬ রান করলেই একদিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের তালিকায় ৭ নম্বরে উঠে আসবেন হিটম্যান।    

4/5

4

২৬ রান করলেই ছাপিয়ে যাবেন যুবরাজ সিংকে। ৩০৪টি একদিনের ম্যাচে যুবির সংগ্রহ ৮৭০১ রান।

5/5

5

এখন পর্যন্ত ২১৭টি একদিনের ম্যাচে ৮৬৭৬ রান করেছেন রোহিত শর্মা।