বালাকোটের সাফল্যের পর 'বিধ্বংসী' স্পাইস বোমার নতুন ভার্সন কিনছে ভারত

May 08, 2019, 19:30 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বালাকোট এয়ার স্ট্রাইকের সাফল্যের পর স্পাইস-২০০ বোমার অত্যাধুনিক ভার্সন কিনতে চলেছে ভারত। 

2/5

পুলওয়ামার পর পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে হাজার কেজি স্পাইস-২০০০ বোমা ফেলেছিল ভারতীয় বায়ু সেনা।   

3/5

১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান থেকে বালাকোটে স্পাইস বোমা ফেলেছিল বায়ুসেনা। আর স্পাইস বোমা গোটা কাঠামো ধ্বংস করে না। বরং বালাকোটে জইশের পাকা বাড়ির ছাদ ভেদ করে ঢুকে পড়েছিল ভিতরে। নির্মাণ অক্ষত রেখেই জঙ্গিদের মেরেছিল বোমাটি। 

4/5

সরকারের সূত্র করে সংবাদ সংস্থা এএনআই-এর দাবি, বাঙ্কার বাস্টার বা বহুতল ধ্বংসকারী ভার্সনের স্পাইস-২০০০ কেনার পরিকল্পনা করেছে বায়ু সেনা। 

5/5

জরুরি ভিত্তিতে সেনার তিন বিভাগ ৩০০ কোটি টাকা পর্যন্ত অস্ত্রশস্ত্র কেনার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইজরায়েলের কাছ ছেকে স্পাইস-২০০০ বোমাটি ওই প্রক্রিয়ায় আওতায় কেনা হবে বলে খবর।