Manipur: 'যুদ্ধের প্রস্তুতি' যেন! বিপুল অস্ত্রভান্ডারের হদিশ পেল ভারতীয় সেনা

Nov 15, 2021, 11:28 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : যেন কোনও যুদ্ধ লেগেছে! বা এখনই কোনও যুদ্ধ শুরু হতে চলেছে! একঝলক দেখে ঠিক তেমনই মনে হয়! মণিপুরে উদ্ধার হল তেমনই এক বিশাল অস্ত্রভান্ডার।

2/5

মণিপুরের কাকচিং জেলার ওয়াবাগাই ইয়ানবি হাইস্কুলের মাঠে এই বিপুল অস্ত্রভান্ডার হয়।

3/5

গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালায় মণিপুর পুলিস ও অসম রাইফেলসের ফুন্ডেরি ব্য়াটেলিয়ন।  

4/5

সেই অভিযানেই উদ্ধার হয় ২০ রাউন্ট M-79 গ্রেনেড লঞ্চার। যা দেখে স্বাভাবিকভাবেই গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।  

5/5

শনিবার এই অভিযান চালানো হয়। ভারতীয় সেনার তরফে টুইট করে এখবর জানানো হয়েছে।