জয় হিন্দ! মৃত্যুভয় উপেক্ষা করে প্রবল ঠান্ডাতেও প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি ভারতীয় সেনার

Jan 26, 2019, 00:01 AM IST
1/4

জাঁকিয়ে ঠান্ডা পড়েছে হিমাচলপ্রদেশে। তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। তবে এসব থোয়াই কেয়ার! দুফুট পুরু বরফের উপরেই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি নিচ্ছে ভারতের সেনাবাহিনী।  

2/4

প্রচণ্ড ঠান্ডায় ধাতু স্পর্শ করলেই মৃত্যু নিশ্চিত। এমন পরিস্থিতিতে নির্দিষ্ট দস্তানা পরে অনুশীলন করতে হয়।

3/4

এছাড়া সূর্যের আলোতেও হতে পারে ত্বক সমস্যা। এরইসঙ্গে রয়েছে প্রতি ঘণ্টা ১৬০ কিলোমিটার বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা। 

4/4

সবমিলিয়ে প্রতিকূল পরিস্থিতিতেও চলছে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি।