চল্লিশ ঘণ্টার চেষ্টায় ৬০ ফুট গভীর গর্ত থেকে ১৮ মাসের নাদিমকে উদ্ধার করল সেনা

Mar 22, 2019, 21:49 PM IST
1/6

খেলতে গিয়ে টিউবওয়েলের গর্তে পড়ে গিয়েছিল ১৮ মাসের শিশু। সেই শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করল সেনা। ঘটনাটি হরিয়ানার হিসারের।  

2/6

হরিয়ানার হিসারের বালসামান্দ গ্রামে বুধবার টিউবওয়েলের ৬০ ফুট গভীর গর্তে পড়ে গিয়েছিল দেড় বছরের নাদিম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

3/6

৪০ ঘণ্টার তত্পরতায় শিশুটিকে উদ্ধার করে সেনা। এর মধ্যে কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহের প্রক্রিয়াও চালু রাখা হয়েছিল। 

4/6

জানা গিয়েছে, টিউবওয়েলের গর্তের পাশেই আর একটি গর্ত খোড়া হয়েছিল। কিন্তু ২০ ফুট গভীর কাটার পর থামানো হয়। কারণ, শিশুটি মাটি চাপা পড়তে পারত। এরপর তৈরি করা হয় সুড়ঙ্গ।  

5/6

গোটা অভিযানে নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করে ওই শিশুটির উপরে নজর রাখা হয়েছিল। ডেপুটি কমিশনার অশোককুমার মীনা জানিয়েছেন, অনুমোদন ছাড়াই গর্তটি খোড়া হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

6/6

প্রসঙ্গত, ২০০৬ সালে একই কায়দায় ৪৮ ঘণ্টার অভিযানে উদ্ধার করা হয়েছিল পাঁচ বছরের প্রিন্সকে।