প্রজাতন্ত্র দিবসে রাজপথে শক্তি প্রদর্শনে চমকে দিল ভারতীয় বাহিনী
Jan 26, 2019, 13:15 PM IST
1/12
প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রাজপথে ভারতীয় বাহিনীর শক্তি প্রদর্শন। প্যারেডে অংশ নেয় ভারতীয় সেনার প্রধান সাঁজোয়া যান (battle tank) ভীষ্ম (T-90)। সাঁজোয়া যান থেকে অভিবাদন জানান ক্যাপ্টেন নভনীত এরিক।
2/12
এই প্রথম রাজপথে প্রদর্শীত হচ্ছে K9 বজ্র-T, যা একটি স্বয়ংক্রিয় প্রপেলার চালিত কামান।
photos
TRENDING NOW
3/12
কামান বাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন দেবাংশ ভুটানি ।
4/12
ভারতীয় বায়ুসেনার অস্ত্র সম্ভারে রয়েছে 'আকাশ'-এর মতো দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম এয়ার ডিফেন্স সিস্টেম ।
5/12
প্রজাতন্ত্র দিবসে রাজপথের আকাশে 'ফ্লাইপাস্ট'।
6/12
হরেক রকমের কসরত, শক্তি প্রদর্শন ভারতীয় বায়ুসেনার।
7/12
গ্যালারিতে বসে বাহবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দর্শকাসনে তাঁর পাশেই বসে এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামফোসা।
8/12
মানব পিরামিড! ৩৩ জন মানুষ ৯টি মোটরবাইকে চড়ে তৈরি করেছে এই মানব পিরামিড।