মহিলা ও বয়স্কদের জন্য সুখবর, আসন সংরক্ষণে বড়সড় সিদ্ধান্ত নিল রেল

Dec 31, 2018, 11:42 AM IST
1/5

S 5

S 5

বয়স্ক ও মহিলা যাত্রীদের জন্য এবার বেশকিছু সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল রেল। ফলে এবার ট্রেন সফরে অনেকটাই স্বস্তি পাবেন ওইসব যাত্রীরা।

2/5

S 4

S 4

বয়স্ক ও ৪৫ বছরের উর্ধ্বে মহিলাদের জন্য এবার সংরক্ষিত আসনসংখ্যা বৃদ্ধি করছে রেল।

3/5

S 3

S 3

এবার বয়স্ক ও মহিলা যাত্রীদের জন্য লোয়ার বার্থে আসন সংখ্যা বাড়ছে। এক্সপ্রেস, মেল ও সাধারণ যাত্রীবাহী ট্রেনের ক্ষেত্রে ওই সংরক্ষণ নিয়ম লাগু হবে।

4/5

S 2

S 2

ওই সংরক্ষণের ফলে আসনসংখ্যা অনুযায়ী মহিলা ও বয়স্কদের জন্য কোটা বাড়ছে। ফলে সংরক্ষণ ৩৩ শতাংশ পর্যন্ত হবে।

5/5

s 1

s 1

বর্তমানে মেল ও এক্সপ্রেস ট্রেনে প্রতি কোচে ৬টি লোয়ার বার্থ সংরক্ষিত থাকে বয়স্ক, মহিলা ও গর্ভবতী মহিলাদের জন্য।