Indian Railway Online Ticket Booking: টিকিট বুকিং নিয়মে বড় ঘোষণা রেলের, লাভবান হবেন যাত্রীরা

Mon, 06 Jun 2022-6:05 pm,

নিজস্ব প্রতিবেদন: যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল ভারতীয় রেল (Indian Railway)। টিকিট কাটার নিয়মে বড়সড় বদল ঘটাল মন্ত্রক।

এক ধাক্কায় অনেকটা বাড়ানো হল, মাসিক সর্বোচ্চ টিকিট কাটার সংখ্যা। এই সিদ্ধান্তে যাত্রীরা ব্যাপক লাভবান হবেন বলেই মনে করছে রেল মন্ত্রক (Indian Railway)। 

জানা গিয়েছে, রেল মন্ত্রকের নয়া নিয়মানুযায়ী, একসঙ্গে অনেকে ঘুরতে গেলে আর টিকিট নিয়ে সমস্যায় পড়তে হবে না।

কারণ, যদি আপনার ইউজার আইডির সঙ্গে আধারের লিঙ্ক থাকে, তবে এবার ওই ইউজার আইডি'র সাহায্যে IRCTC-র অ্য়াপ বা ওয়েবসাইট থেকে একমাসে সর্বাধিক ২৪টি টিকিট কাটা যাবে। আগে সেই সংখ্যাটা ছিল ১২। এখানেই শেষ নয়, আরও চমক রয়েছে।

জানা গিয়েছে, আগে ইউজার আইডি'র সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে IRCTC-র অ্য়াপ বা ওয়েবসাইট থেকে সর্বাধিক ৬টি টিকিট কাটা যেত। 

এবার সেই টিকিট কাটার সংখ্য়া বাড়িয়ে ১২ করা হয়েছে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link