Indian Railways: ট্রেনে ঘুমনোর নতুন নিয়ম, না মানলেই জরিমানা!

Aug 04, 2023, 14:36 PM IST
1/6

ভারতীয় রেলে নয়া নিয়ম

Indian Railways New Rules

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রেনযাত্রীদের জন্য বেশ কিছু নতুন নিয়ম আনল ভারতীয় রেল। মূলত দূরপাল্লার ট্রেনে স্লিপার ও এসি কোচের যাত্রীদের জন্য এই নিয়ম। 

2/6

ভারতীয় রেলে নয়া নিয়ম

Indian Railways New Rules

নয়া নিয়মে কী বলা হয়েছে? নতুন নিয়ম অনুযায়ী, ট্রেনে যাত্রীরা ঘুমাতে পারবেন ৮ ঘণ্টা। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমাতে পারবেন। 

3/6

ভারতীয় রেলে নয়া নিয়ম

Indian Railways New Rules

সকাল ৬টা বেজে গেলেই আর ট্রেনের মিডল বার্থ খোলা যাবে না। কারণ, সেইসময় লোয়ার সিটে ট্রেনের যাত্রীদের বসার সময়। বসতে দিতে হবে। 

4/6

ভারতীয় রেলে নয়া নিয়ম

Indian Railways New Rules

নতুন নিয়মে আরও বলা হয়েছে, রাত ১০টা বেজে গেলে বন্ধ করতে হবে আলোও। শুধু রাতের আলো জ্বালাতে পারবেন, অন্য কোনও আলো নয়।

5/6

ভারতীয় রেলে নয়া নিয়ম

Indian Railways New Rules

রাতে ঘুমানোর সময় ট্রেনযাত্রীরা জোরে কথা বলতে পারবেন না। এমনকি জোরে গানও বাজাতে পারবেন না। 

6/6

ভারতীয় রেলে নয়া নিয়ম

Indian Railways New Rules

গান শোনার জন্য ইয়ারফোন ব্যবহার করতে হবে। এমনকি রাত ১০টা বেজে গেলে ট্রেন সার্ভিসে খাবার অর্ডারও দেওয়া যাবে না।