1/7
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যারা রোজ রোজ হাওড়া বা শিয়ালদহ স্টেশনের গুঁতো খান, তাঁদের কাছে রেল স্টেশন মানেই সারাক্ষণ মানুষের ভিড়, হই-হট্টগোল, সিঁড়িতে সিঁড়িতে পানের পিক, একাধিক হকারের দোকান আর স্কুল-কলেজ-অফিস যাওয়ার তাড়া! কিন্তু ভারতে কিছু কিছু স্টেশন এমনও রয়েছে যেগুলো তথাকথিত স্টেশনের সংজ্ঞাকেই চ্যালেঞ্জ করতে পারে। শুধু স্থাপত্য বা ঐতিহ্যের দিক দিয়েই নয়, পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক দিয়েও প্রথম সারিতে নাম লিখিয়ে নিয়েছে। সম্প্রতি ভারতের রেল মন্ত্রক সবথেকে পরিষ্কার রেল স্টেশনের তালিকা ট্যুইটারে প্রকাশ করেছে। স্বচ্ছ ভারত অভিযানের উল্লেখযোগ্য উদাহরণ হিসাবে এই ৬ টি স্টেশনকে তুলে ধরা হয়েছে।
photos
TRENDING NOW
3/7
রানি কমলাপতি
4/7
পাটনা জংশন
5/7
সিএসএমটি
6/7
জয়সলমির
বাঙালির সঙ্গে জয়সলমির স্টেশনের সম্পর্ক যদিও আজকের নয়। জাতিস্মর মুকুলের হাত ধরে গোটা বাঙালি জাতির সঙ্গে এই শহরের পরিচয় করিয়েছিলেন মানিক। তারপর থেকেই জয়সলমির পর্যটনকেন্দ্র হিসাবে বেশ জনপ্রিয়। এই কারণেই রাজস্থানের এই রেল স্টেশন অবস্থানগত দিক দিয়েও খুব গুরুত্বপূর্ণ। তাই যত্ন সহকারে এই স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়।
7/7
গুয়াহাটি
photos