Vande Bharat Metro: ছুটবে দেশের প্রথম বন্দে ভারত মেট্রো! কোথা থেকে কোথায়? ভাড়া কত? জেনে নিন...

Vande Bharat Metro: দেশের প্রথম বন্দে ভারত মেট্রো। কবে থেকে চালু হচ্ছে এই মেট্রো? কী কী সুবিধা পাবেন যাত্রীরা?

Sep 13, 2024, 18:00 PM IST
1/5

বন্দে ভারত মেট্রো

India's First Vande Bharat Metro

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুজরাটের ভুজ ও আহমেদাবাদের মধ্যে চালু হতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত মেট্রো। ১৬ সেপ্টেম্বর বন্দে ভারত মেট্রোর সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।   

2/5

বন্দে ভারত মেট্রো

India's First Vande Bharat Metro

সপ্তাহে ৬ দিন চলবে এই মেট্রো। ভুজ এবং আহমেদাবাদের মধ্যে ভ্রমণকারী হাজার হাজার নিত্য়যাত্রীদের সুবিধার্থে এই নতুন মেট্রো পরিষেবা ডিজাইন করা হয়েছে।  

3/5

বন্দে ভারত মেট্রো

India's First Vande Bharat Metro

ভোর ৫টা বেজে ৫ মিনিটে ভুজ স্টেশন থেকে ছাড়বে বন্দে ভারত মেট্রো। আমেদাবাদে পৌঁছাবে সকাল ১০টা ৫০ মিনিটে। আবার ফিরতি পথে বিকেল ৫টা বেজে ৩০ মিনিটে আমেদাবাদ থেকে ছেড়ে ভুজে পৌঁছাবে রাত ১১টা ১০-এ।  

4/5

বন্দে ভারত মেট্রো

India's First Vande Bharat Metro

যাত্রাপথে মোট ৯টি স্টপেজ থাকবে। আনজার, গান্ধীরাম, ভাচাউ, সামাখিয়ালি, হালভাদ, ধ্রানগাধ্রা, ভিরামগাম, চান্দোলদিয়া ও সবরমতী স্টেশনে থামবে ট্রেন। প্রতি স্টেশনে ২ মিনিট করে ট্রেন থামবে।  

5/5

বন্দে ভারত মেট্রো

India's First Vande Bharat Metro

এই বন্দে ভারত মেট্রোর সর্বনিম্ন ভাড়া ধার্য করা হয়েছে ৩০ টাকা। ট্রেনটি আহমেদাবাদ থেকে ভুজ মাত্র ৫ ঘণ্টা ৪৫ মিনিটে অতিক্রম করবে।