চলে গেল ভারতের প্রবীণতম শিম্পাঞ্জি রিটা!

| Oct 02, 2019, 10:32 AM IST
1/5

Oldest Chimpanzee Rita

Oldest Chimpanzee Rita

দিল্লি চিড়িয়াখানার দীর্ঘদিনের বাসিন্দা রিটা আর নেই। মঙ্গলবার বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে তার।

2/5

Oldest Chimpanzee Rita

Oldest Chimpanzee Rita

প্রবীণতম শিম্পাঞ্জি (সম্ভবত এশিয়ারও প্রাচীনতম) রিটা ১৯৯০ সাল থেকে দীর্ঘ ২৯ বছর দিল্লি চিড়িয়াখানায় ছিল রিটা।

3/5

Oldest Chimpanzee Rita

Oldest Chimpanzee Rita

‘লিমকা বুক অফ রেকর্ডস’-এর তথ্য অনুযায়ী, ১২ ডিসেম্বর, ১৯৬০ সালে আমস্টারডাম চিড়িয়াখানায় জন্ম হয় রিটার।

4/5

Oldest Chimpanzee Rita

Oldest Chimpanzee Rita

দিল্লি চিড়িয়াখানার এক আধিকারিক জানান, রিটার বয়স হয়েছিল ৫৯ বছর। জুলাই মাস থেকে ফলের রস, ডাবের জল আর দুধ— এই ছিল রিটার খাবার।

5/5

Oldest Chimpanzee Rita

Oldest Chimpanzee Rita

সাধারণত, শিম্পাঞ্জিদের গড় আয়ু ৫০ বছর। রিটার বাঁচল ৫৯ বছর পর্যন্ত।