EXPLAINED | India's Squad For Border-Gavaskar Trophy Announced: ডনের দেশে ভারতের আগুনে ১৮, রয়েছেন বাংলার জোড়া নক্ষত্র, বাদ একাধিক মহাতারকা!

India's Squad For Border-Gavaskar Trophy Announced: প্রতীক্ষার অবসান, আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির আগুনে স্কোয়াড বেছে নিল ভারত, বাদ পড়লেন একাধিক তারকা!

Oct 25, 2024, 23:56 PM IST
1/6

পাখির চোখ এখন বর্ডার-গাভাসকর ট্রফিতে

 Border-Gavaskar Trophy Announced

২২ নভেম্বর থেকে শুরু মহাযুদ্ধ। আপাতত সেদিকেই সকলের চোখ। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি। অজিদের বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। 

2/6

ডনের দেশে ভারতের আগুনে ১৮, রয়েছেন বাংলার জোড়া নক্ষত্র

India's Squad For Border-Gavaskar Trophy Announced

পুণেতে চলতি ভারত-নিউ জিল্যান্ড দ্বিতীয় টেস্টে চলাকালীনই অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটি অস্ট্রেলিয়া সফরের আগুনে ১৮ জন বেছে নিল।  

3/6

বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ভারতের স্কোয়াড:

India’s squad for the Border-Gavaskar Trophy

রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) , আর অশ্বিন, আর জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।

4/6

রিজার্ভে থাকছেন তিন

India’s squad for the Border-Gavaskar Trophy India Reserves

মুকেশ কুমার, নবদীপ সাইনি ও খালিল আহমেদ উড়ে যাবেন সফরত রিজার্ভ ক্রিকেটার হিসাবে  

5/6

কে এলেন আর কে বাদ পড়লেন?

WHO'S IN AND WHO'S OUT OF BGT 2024-25?

জসপ্রীত বুমরা থাকছেন সহ-অধিনায়ক হিসাবে, নেই অক্ষর প্য়াটেল, চোটের কারণে জায়গা হল না- মহম্মদ শামি, কুলদীপ যাদব ও ময়াঙ্ক যাদবের। টেস্টে দলে প্রথমবারের মতো ডাক পেলেন নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানা। বাংলা থেকে সুযোগ পেলেন অভিমন্যু ঈশ্বরন। ফেরা হল না চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের! বহুদিন পর বাংলার হয়ে খেলা দুই ক্রিকেটারকে নিয়ে হল দল। অভিমন্যুর সঙ্গেই রয়েছেন আকাশ দীপও। 

6/6

বিজিটি-তে ভারতের সাম্প্রতিক রেকর্ড

BGT India Recent Record

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত আধিপত্য় বজায় রেখেছে সেই ২০১৮-১৯ থেকে। সেই বছর ভারত ২-১ হারিয়েছিলে অজিদের। একই ব্য়বধানে ২০২০-২১ মরসুমে ভারত হারিয়েছিল আয়োজক দেশকে। ২০১৪-১৫ থেকে অস্ট্রেলিয়া ভারতকে টেস্ট সিরিজে হারাতে পারেনি। দেখা যাক এবার কী হয়!