Jasprit Bumrah | India vs Australia: অজিভূমে রেকর্ড ভাঙার খেলা, বুমরার হাত ধরেই ভারতের ইতিহাস! রইল সব পরিসংখ্যান...
India’s Test win in Perth In stats and numbers: অস্ট্রেলিয়ায় জসপ্রীত বুমরার হাত ধরে লেখা হল ইতিহাস। ভাঙা হল একের পর এক রেকর্ড...
1/8
অধিনায়ক বুমরার কামাল
রোহিত শর্মা ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। ফলে টেস্টের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল পারথ টেস্টের দায়িত্ব। ২০২২ সালে প্রথমবার ভারতের টেস্ট দলের নেতৃত্বে ছিলেন বুমরা। সাত উইকেটে ইংরেজরা বার্মিংহামে হারিয়ে ছিল ভারতকে। অধিনায়ক হিসেবে অভিষেকেই বুমরার সঙ্গী হয়েছিল হার। আর এবার মাইলস্টোন। ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল। অজিভূমে চলল রেকর্ড ভাঙার খেলা। বুমরার হাত ধরেই ভারতের ইতিহাস! স্লাইড সরিয়ে দেখে নিন সব পরিসংখ্যান
2/8
ভারতের সবচেয়ে বড় জয়ের রেকর্ড
photos
TRENDING NOW
3/8
ভারতের তৃতীয় বৃহত্তম জয়ের রেকর্ড
4/8
বিশ্বের প্রথম দল হিসেবে রেকর্ড
পারথের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারানো প্রথম দল হিসেবে নাম লেখাল ভারত। এর আগে অস্ট্রেলিয়ার ৪-০ জয়ের রেকর্ড ছিল, পাকিস্তান (২০২৩ সালে ৩৬০ রান), ভারত (২০১৮ সালে ১৪৬ রানে), নিউ জিল্যান্ড (২০১৯ সালে ২৯৬ রানে) এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (২০২২ সালে ১৬৪ রানে) সব ম্যাচ জিতেছিল। বুমরা প্রথম সফরকারী অধিনায়ক হিসেবে এই ভেন্যুতে টেস্ট জিতলেন।
5/8
চতুর্থ সফরকারী দল হিসেবে ভারতের রেকর্ড
6/8
জসপ্রীত বুমরার নজির
7/8
এশিয়ার অধিনায়ক হিসেবে রেকর্ড
8/8
বুমরা দ্বিতীয় ভারতীয় বোলার
photos