এই প্রথম কোনও ভারতীয় উঠলেন 'লেনিনের মাথা'য়! বাংলা থেকে সটান পৃথিবীর ছাদে...
Expedition at Pamir Kyrgyzstan: বাংলাদেশের সঙ্গে ভারতের জয়েন্ট এক্সপিডিশন ছিল কিরঘিজস্থানের পামির। শেষ মুহূর্তে বাংলাদেশের অভিযাত্রীরা বাদ পড়ায়, যাত্রা শুরু করেন পাঁচ ভারতীয়ই-- দেবাশিস বিশ্বাস, মলয় মুখোপাধ্যায়, সৌরভ সিঞ্চন মণ্ডল, অভিজিৎ রায়, কিরণ পাত্র। দলের তরফে দেবাশিস বিশ্বাস জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরোকে তাঁদের পর্যটন-অভিযানের কথা বলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের সঙ্গে ভারতের জয়েন্ট এক্সপিডিশন ছিল। লক্ষ্য কিরঘিজস্থানের পামির। শেষ মুহূর্তে বাংলাদেশের অভিযাত্রীরা বাদ পড়ায়, যাত্রা শুরু করেন পাঁচ ভারতীয়-- দেবাশিস বিশ্বাস, মলয় মুখোপাধ্যায়, সৌরভ সিঞ্চন মণ্ডল, অভিজিৎ রায়, কিরণ পাত্র। দলের তরফে দেবাশিস বিশ্বাস 'জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো'কে তাঁদের পর্যটন-অভিযানের কথা বলেন। তিনি বলেন, তাঁরা প্রথমে যান বিসকেক, কিরগিজস্তানের রাজধানী। এর পাশে আলা আর্চা ন্যাশনাল পার্ক, সেখানে উচিটেল শৃঙ্গ। এখান থেকে বেশ খানিকটা দূরে (৪০৫ কিমি) কারাকোল। এখানে প্রথমে ভিল্কসম, পরে সেখান থেকে তাঁরা ওশ-এর দিকে যান, আর সেখানে শেষমেশ মাউন্ট লেনিন এবং তার আশপাশের শৃঙ্গাভিযান।