INDvsNZ: লড়াকু মানসিকতার আর এক নাম Wriddhiman Saha
ঋদ্ধির ইনিংস দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত লাইন মনে পড়ে যায়। 'শেষ হয়েও হইল না শেষ'!
সব্যসাচী বাগচী: কয়েক জন অহেতুক নিন্দা করতে ওস্তাদ বাঙালি ওঁর জায়গায় একবার নিজেকে বসিয়ে দেখতে পারেন! সেই অ্যাডিলেড টেস্টের পর প্রায় এক বছর পর টেস্টে খেলতে নামলেন। প্রথম ইনিংসে মাত্র ১ রানে আউট হতেই বাংলার একটা দিক থেকে শুরু হয়ে গেল নিন্দা। এরমধ্যে যোগ হল ঘাড়ে প্রবল যন্ত্রণা। দ্বিতীয় দিন মাঠে থাকলেও, তৃতীয় দিন গ্লাভস হাতে মাঠে নামতে পারলেন না। কেএস ভারত (KS Bharat) সুযোগের সদ্ব্যবহার করলেন। দারুণ উইকেটকিপিং-এর সৌজন্যে আদায় করলেন সবার সমীহ। ব্যস ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) আন্তর্জাতিক কেরিয়ারে দাড়ি দেওয়ার কাজ শুরু করে দিলেন কিছু সবজান্তা!
কিন্তু ওঁরা ভুলে গিয়েছেন শিলিগুড়ির শক্তিগড় থেকে আসা জন্টি ছোটবেলা থেকেই লড়াকু। অন্যদের মতো মুখে বুলি না ফোটাতে পছন্দ করেন না। তবে মনের ভেতরে সবসময় দলের জন্য আগুন জ্বলে। নিজের জন্য নয়। তিনি বরাবর টিম ম্যান। নিজে ঘাড়ের ব্যথায় কাবু। স্ত্রী দেবারতি ডেঙ্গিতে আক্রান্ত। বারবার ভিডিও কলে ডাক্তারের সঙ্গে কথা বলেছেন। সময় পেলেই স্ত্রীর খবর নিয়েছেন। ঘরে দুটো ছোট সন্তান। তাদের জন্যও মন কেমন করে। তবে এত সব পারিবারিক সমস্যার পরেও ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম মূল্যবান অপরাজিত ৬১ রান করে গেলেন তিনি। ঘটালেন 'নিঃশব্দে বিপ্লব'। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত লাইন মনে পড়ে যায়। 'শেষ হয়েও হইল না শেষ'!
কেস ভারত কিপিংয়ে নজর কাড়তেই ঋদ্ধির ভবিষ্যৎ নিয়ে অহেতুক প্রশ্ন উঠেছিল।
![কেস ভারত কিপিংয়ে নজর কাড়তেই ঋদ্ধির ভবিষ্যৎ নিয়ে অহেতুক প্রশ্ন উঠেছিল। Wriddhi and KS Bharat](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/29/356042-wriddhikona.jpg)
ফাইন লেগের দিকে খেলে অর্ধ শতরান পূর্ণ করেছিলেন ঋদ্ধি।
![ফাইন লেগের দিকে খেলে অর্ধ শতরান পূর্ণ করেছিলেন ঋদ্ধি। Wriddhi fifty](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/29/356041-wriddhibatting-1.jpg)
TRENDING NOW
একফ্রেমে ঋদ্ধি ও তাঁর স্ত্রী দেবারতি।
![একফ্রেমে ঋদ্ধি ও তাঁর স্ত্রী দেবারতি। Wriddhi and Debarati](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/29/356040-wriddhiromi.jpg)
ব্যাটিং স্টান্স বদলে ফেলে সাফল্য পেলেন ঋদ্ধিমান।
![ব্যাটিং স্টান্স বদলে ফেলে সাফল্য পেলেন ঋদ্ধিমান। Wriddhima Batting](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/29/356039-wriddhimanbatting.jpg)
শ্রেয়স আইয়ারের সঙ্গে সপ্তম উইকেটে ৬৪ রান যোগ করেছিলেন ঋদ্ধি।
![শ্রেয়স আইয়ারের সঙ্গে সপ্তম উইকেটে ৬৪ রান যোগ করেছিলেন ঋদ্ধি। Wriddhi and Sreyash](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/29/356038-wriddhishreyas.jpg)
অক্ষর প্যাটেলকে সঙ্গে জুটি বেধে ভারতের দিকে ম্যাচ নিয়ে এলেন ঋদ্ধি।
![অক্ষর প্যাটেলকে সঙ্গে জুটি বেধে ভারতের দিকে ম্যাচ নিয়ে এলেন ঋদ্ধি। Wriddhiman and Axar](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/29/356037-wriddhiaxar.jpg)
লড়াইয়ের আর এক নাম ঋদ্ধিমান সাহা।
![লড়াইয়ের আর এক নাম ঋদ্ধিমান সাহা। Wriddhi injury and half century](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/29/356036-wriddhiinjury.jpg)
এরইমধ্যে মারাত্মক চোট নিয়েও টেস্ট ক্রিকেটে ষষ্ঠ অর্ধ শতরান পূর্ণ করলেন ঋদ্ধি। ২০১৭ সালে কলোম্বতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৭ রান করেছিলেন। ১৪ ইনিংস পর ফের মনে রাখার মতো ইনিংস খেললেন 'সুপারম্যান'। তাই তো ফাইন লেগের দিকে খেলে অর্ধ শতরান পূর্ণ করতেই সুনীল গাভাসকর বলে উঠলেন, 'অ্যা ফাইন ইনিংস অফ ফাইন সারভেন্ট অফ ইন্ডিয়ান ক্রিকেট'।
ঋদ্ধিকে শুশ্রূষা করার জন্য মাঠে ফিজিও নীতিন প্যাটেল।
![ঋদ্ধিকে শুশ্রূষা করার জন্য মাঠে ফিজিও নীতিন প্যাটেল। Wriddhi and Nitin Patel](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/29/356035-wriddhineck.jpg)
কাঁধের চোটও ঋদ্ধিকে টলাতে পারেনি।
![কাঁধের চোটও ঋদ্ধিকে টলাতে পারেনি। Wriddhi Bat](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/29/356034-wriddhibat.jpg)