INS Vikrant: চাপে চিন, সাগরে ভারতের বিক্রম দেখাবে বিক্রান্ত
নতুন যুদ্ধজাহাজ নিঃসন্দেহে ভারতীয় নৌবাহিনীর কাছে 'ব্রহ্মাস্ত্র'। ভারত মহাসাগরে আধিপত্য বৃদ্ধি করতে চাইলে যে পালটা নিজেরই বিপদ ডেকে আনবে চিন, তারই জবাব আইএনএস বিক্রান্ত।
এই প্রথম সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানবাহী জাহাজ পেল নৌবাহিনী। কোচির শিপইয়ার্ডে গ্র্যান্ড সেরেমনিতে নৌসেনার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধজাহাজ ঘিরে দেশবাসীর উন্মাদনা প্রথম থেকেই তুঙ্গে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে জল ছুঁল আইএনএস বিক্রান্ত।
1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সীমান্তে ফাঁকা আওয়াজের দিন শেষ। পাল্টা চোখ রাঙাতে এবার আসরে ভারত। চিনকে একহাত নিতে সাগরে নামল আইএনএস বিক্রান্ত। এই প্রথম সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানবাহী জাহাজ পেল নৌবাহিনী। কোচির শিপইয়ার্ডে গ্র্যান্ড সেরেমনিতে নৌসেনার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধজাহাজ ঘিরে দেশবাসীর উন্মাদনা প্রথম থেকেই তুঙ্গে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে জল ছুঁল আইএনএস বিক্রান্ত। প্রায় ২৩ হাজার কোটি টাকা খরচে নির্মিত চল্লিশ হাজার টনের এই যুদ্ধজাহাজের আর কী কী বিশেষত্ব রয়েছে?
2/8

3/8

4/8

5/8

6/8

7/8

8/8
