৩০ বছরের সফর শেষ! শেষ যাত্রায় ভারতীয় নৌসেনার গর্ব INS Viraat

Sep 19, 2020, 17:19 PM IST
1/5

৩০ বছর ভারতীয় নৌসেনায় সেবা প্রদান করেছে যুদ্ধজাহাজ আইএনএস বিরাট। ভারতীয় নৌসেনার কাছে গর্বের আরেক নাম ছিল আইএনএস বিরাট। 

2/5

২০১৭ সালে আইএনএস বিরাটকে অবসরে পাঠানো হয়েছিল। আর আজ, ১৯শে সেপ্টেম্বর শেষ যাত্রায় বেরোল আইএনএস বিরাট। মুম্বই থেকে গুজরাতে জাহাজ ভাঙার কারখানায় নিয়ে যাওয়া হল আইএনএস বিরাটকে। 

3/5

৩০ বছরে সাত লাখ মাইল রাস্তা পার করেছে আইএনএস বিরাট। রবিবার রাতে ভাবনগরে পৌঁছে যাবে আইএনএস বিরাট। ২০১৭ সালে সেনাবাহিনী থেকে অবসরের পর একটি বেসরকারি সংস্থা নিলামে আইএনএস বিরাটকে কিনেছিল। তার পর থেকে মুম্বইতে এটি নোঙর করা ছিল।

4/5

যুদ্ধজাহাজে ভাল মানের স্টিল ব্যবহার করা হয়। লোহার ব্যবহার হয় না। এমনকী বুলেটপ্রুফ ম্যাটেরিয়াল থাকে। এবার আইএনএস বিরাট মোটরসাইকেল তৈরির কাজে লাগতে পারে।

5/5

আইএনএস বিরাটকে ভেঙে ছোট টুকরো করে প্রায় এক বছর সময় লেগে যাবে। ১৯৫৯ সালে আইএনএস বিরাট রয়্যাল নেভি-তে আসে। তার পর ভারতীয় নৌসেনা এটিকে কেনে ১৯৮৬ সালে। ব্রিটেন ও ভারতীয় নৌসেনাকে বহু বছর সেবা প্রদান করেছে আইএনএস বিরাট।