1/9
pic10
![pic10 প্রিয়াঙ্কা-নিকের লস এঞ্জেলসের বাংলো, দেখলে চোখ ধাঁধিয়ে যাবে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/12/07/160605-160297-unse6.jpg)
লস এঞ্জেলসের বেভারলি হিলসে এই বাংলো কেনেন মার্কিন পপ তারকা নিক জোনাস। বিয়ের পর নাকি প্রিয়াঙ্কাকে নিয়ে এই বাংলোতেই বসবাস করতে পারেন বলিউড অভিনেত্রী স্বামী। সম্প্রতি বেভারলি হিলসের এই বিলাসবহুল বাংলো কেনেন নিক। ৬৫ লক্ষ মার্কিন ডলারের এই বাংলোয় রয়েছে ৫টি শোয়ার ঘর, সুইমিং পুল, জিম, পানশালা। প্রসঙ্গত হলিউডে কাজ শুরু করার পর নিউ ইয়র্কে বাড়ি কেনেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু, বিয়ের পর নিকের সঙ্গে বেভারলি হিলসের এই বাংলোতেই প্রিয়াঙ্কা বসবাস শুরু করবেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
photos
TRENDING NOW
photos