শুক্রবার অন্তর্বর্তিকালীন বাজেট পেশ, বড় ঘোষণা হতে পারে এইসব ক্ষেত্রে

Jan 31, 2019, 15:26 PM IST
1/7

s 7

s 7

শুক্রবার সংসদে অন্তর্বর্তিকালীন বাজেট পেশ করছে সরকার। লোকসভা নির্বাচনের আগে সরকার যে জনাধারণের মন জয় করতে বিশেষকিছু জনমোহিনী ঘোষণা করবে বলেই মনে করা হচ্ছে। বিশেষকরে কৃষি, স্বাস্থ্য ও ব্যাঙ্ক ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারে সরকার। এমনটাই মনে করা হচ্ছে। দেখে নিন কোন কোন ক্ষেত্রের জন্য ভাল খবর দিতে পারে সরকার।

2/7

s 6

s 6

কৃষি-কৃষি বিমার ক্ষেত্রে কিস্তি মকুব হতে পারে। ঠিক সময়ে যাঁরা কৃষি ঋণ শোধ করেছেন তাদের ক্ষেত্রে সুদ ছাড় দেওয়া হতে পারে। কৃষকদের ত্রাণের জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করা হতে পারে।

3/7

S 5

S 5

রেল, টেলি কমিউনিকেশন. আইআরসিটিসির শেয়ার বিক্রি নিয়ে বড় ঘোষণা হতে পারে।

4/7

S 4

S 4

সোনার ওপরে বসানো শুল্ক কম করা হতে পারে।

5/7

S 3

S 3

স্বাস্থ্য বাজেট বরাদ্দ ৫ শতাংশ বাড়ানো হতে পারে।

6/7

S 2

S 2

মধ্যবিত্ত ও ছোট ব্যবসায়ীদের জন্য কর ছাড় দেওয়া হতে পারে।

7/7

s 1

s 1

ব্যাটারি ও বিদ্যুতচালিত যানবাহনের ওপরে ভ্যাট কম করা হতে পারে।