1/9
2/9
photos
TRENDING NOW
3/9
4/9
5/9
পীযূষ গোয়েল ঘোষণা করেন,৬.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপরে কর দিতে হবে না। প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য বিনিয়োগ করলে করে ছাড় মিলবে। গৃহঋণ, শিক্ষাঋণ, মেডিক্যাল বিমা ও অন্যান্য বিনিয়োগের উপরে কর ছাড় পাবেন মধ্যবিত্তরা। বেতনভোগীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন ৪০,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০,০০০ টাকা। ৩ কোটি পেনশনপ্রাপক ও বেতনভোগীরা সুবিধা পাবেন।
6/9
7/9
8/9
ধরা যাক, কোনও ব্যক্তির মোট আয় ৮ লক্ষ টাকা। ৮০সি থেকে ৮০ইউ ধারায় অর্থাত্ বিভিন্ন বিনিয়োগপ্রকল্পে কর ছাড়ের পর আয় দাঁড়াচ্ছে ৫ লক্ষ টাকার নীচে। তখন কোনও কর দিতে হবে না। কিন্তু ৫ লক্ষ ১০ হাজার আয় হলে আগের হারে অর্থাত্ ২০ শতাংশ কর দিতে হবে। মানে টা দাঁড়াল, পাঁচ লক্ষ টাকা থেকে ১ টাকা বেশি হলেও কর আগের হারে দিতে হবে।
9/9
photos