অন্তর্বর্তী বাজেটে রেলের খাতে কী এল?

Feb 01, 2019, 14:24 PM IST
1/5

মোদী সরকারের জমানায় সাধারণ বাজেটের মধ্যেই ঢুকে গিয়েছে রেল বাজেট। অন্তর্বর্তী বাজেটে রেলের জন্য ৬৪,৫৮৭ কোটি টাকা বরাদ্দ করেছেন পীযূষ গোয়েল।   

2/5

ট্রেন-১৮ এর নাম বদলে হয়েছে বন্দে ভারত। তাতে মিলবে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা। ভারতীয় ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন এই ট্রেন। 

3/5

দেশের আর কোনও মানববিহীন লেভেল ক্রসিং নেই। ভারতীয় রেলের ইতিহাসে ট্রেন দুর্ঘটনার সংখ্যা সর্বনিম্ন বলে ঘোষণা করেছেন পীযূষ গোয়েল।   

4/5

রেলে সৌরশক্তির ব্যবহার নিয়েও ইঙ্গিত দিয়েছেন পীযূষ গোয়েল।  

5/5

মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয়ে রেল পৌঁছেছে।