৪০৪টি শূন্যপদে লোক নিচ্ছে ইন্ডিয়ান অয়েল; লক ডাউনে ঝটপট আবেদন করুন বাড়িতে বসেই

| Mar 26, 2020, 19:03 PM IST
1/5

৪০৪টি শূন্যপদে লোক নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন

৪০৪টি শূন্যপদে লোক নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন

৪০৪টি শূন্যপদে টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল শিক্ষানবিশ নিয়োগ করছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited)। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১-এর অধীনে ৪০৪টি শূন্যপদের নিয়োগের জন্য অনলাইন আবেদন চাইছে সংস্থা।

2/5

৪০৪টি শূন্যপদে লোক নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন

৪০৪টি শূন্যপদে লোক নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন

অনলাইনেই আবেদন করা যাবে। এর জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট: iocl.com-এ লগইন করতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ১০ এপ্রিল, ২০২০।

3/5

৪০৪টি শূন্যপদে লোক নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন

৪০৪টি শূন্যপদে লোক নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন

আবেদনকারীর বয়সসীমা: ৩১ মার্চ, ২০২০ তারিখ পর্যন্ত আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতী-উপজাতীর আবেদনকারীরা বয়েসের ক্ষেত্রে ছাড় পাবেন।

4/5

৪০৪টি শূন্যপদে লোক নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন

৪০৪টি শূন্যপদে লোক নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন

প্রশিক্ষণের মেয়াদ: ট্রেড অ্যাপ্রেন্টিসদের জন্য ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার) এবং অভিজ্ঞতা রয়েছে এমন ডেটা এন্ট্রি অপারেটরদের জন্য (অভিজ্ঞতার প্রমাণপত্র থাকতে হবে) ১৫ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। বাকিদের জন্য ১২ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে।

5/5

৪০৪টি শূন্যপদে লোক নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন

৪০৪টি শূন্যপদে লোক নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন

৯০ মিনিটের লিখিত পরীক্ষায় মাল্টিপল চয়েস-এর ১০০টি প্রশ্ন থাকবে। প্রশ্নগুলি ইংরেজি এবং হিন্দিতে দেওয়া হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং বিজ্ঞাপিত যোগ্যতা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে।